scorecardresearch
 

Vastu Tips: সাবধান! বাড়িতে এই ৪টি ভুল করলেই নেমে আসে চরম দারিদ্র

বাস্তুমতে কারও ঘরে লুকিয়ে থাকা কোনও বস্তুই তাঁর দুঃখের কারণ হতে পারে। রোগ থেকে শুরু করে বাড়তি খরচ, বিয়ে না হওয়ার মতো অশুভ বিষয়গুলিও বাড়িতে বাস্তু সমস্যার থেকে হতে পারে বলে লোকমতে মনে করা হয়।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • বাস্তুমতে কারও ঘরে লুকিয়ে থাকা কোনও বস্তুই তাঁর দুঃখের কারণ হতে পারে।
  • রোগ থেকে শুরু করে বাড়তি খরচ, বিয়ে না হওয়ার মতো অশুভ বিষয়গুলিও বাড়িতে বাস্তু সমস্যার থেকে হতে পারে বলে লোকমতে মনে করা হয়।
  • আসুন জ্যোতিষ ও বাস্তুমতে জেনে নেওয়া যাক, ঠিক কোন কোন জিনিসগুলি ঘরে থাকলে বা করলে, কোনও ব্যক্তির দারিদ্র বা সর্বনাশ হতে পারে। এর সমাধানই বা কী? সেই হদিশও পাবেন এই প্রতিবেদনে। 

বাস্তুমতে কারও ঘরে লুকিয়ে থাকা কোনও বস্তুই তাঁর দুঃখের কারণ হতে পারে। রোগ থেকে শুরু করে বাড়তি খরচ, বিয়ে না হওয়ার মতো অশুভ বিষয়গুলিও বাড়িতে বাস্তু সমস্যার থেকে হতে পারে বলে লোকমতে মনে করা হয়।

আসুন জ্যোতিষ ও বাস্তুমতে জেনে নেওয়া যাক, ঠিক কোন কোন জিনিসগুলি ঘরে থাকলে বা করলে, কোনও ব্যক্তির দারিদ্র বা সর্বনাশ হতে পারে। এর সমাধানই বা কী? সেই হদিশও পাবেন এই প্রতিবেদনে। 

জলের অপচয়- আপনার বাড়িতে কি অনেক জল অপচয় হয়? মনে রাখবেন, বিশ্বে প্রাণের মূলেই রয়েছে জল। তাই জল অত্যন্ত ইতিবাচক একটি শক্তি। ফলে এর যদি অপচয় করেন, তাহলে আপনার বাস্তুতে ক্ষতি হতে বাধ্য। ফলে বাড়িতে লিক হচ্ছে এমন কল, বালতি, পাত্র রাখবেন না। ফাটা কাপ, গ্লাস ব্যবহার করবেন না। কল, পাইপ, চৌবাচ্চায় সমস্যা হলেই সঙ্গে সঙ্গে তা মেরামত করুন। 

আরও পড়ুন

মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার- সনাতন ধর্মে নারীদের দেবী, লক্ষ্মীর অংশ মনে করা হয়। ফলে বাড়ির মেয়ে, মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে, তাঁদের কষ্ট দিলে, কাঁদালে সেই বাড়ির বাস্তু কোনওদিনই ভাল হয় না। তাই কন্যা, বোন, স্ত্রী, মাকে হাসিমুখে রাখলে ভাগ্যের উন্নতি হয়। 

বাড়ি নোংরা রাখা- বাস্তু মতে, ঘর অগোছালো, নোংরা, ঝুল-ধুলো রেখে দিলে সেই বাড়ির বাস্তু প্রভাবিত হয়। তাই বাড়ি সবসময়ে সাফ-সুতরো রাখুন। এঁটো বাসন বেশি সময় ধরে রেখে দেওয়াটাও ঠিক নয়।

জানলা দরজা সবসময়ে বন্ধ রাখা- অনেকে সারাদিন দরজা-জানলা বন্ধ করে রেখে দেন। এমন করলে বাড়ির বাস্তু প্রভাবিত হয়। বাড়িতে ইতিবাচক শক্তি আনার জন্য় সূর্যের আলো আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দিনের বেলায় কিছুক্ষণের জন্য হলেও বাড়ির জানলা-দরজা খুলে দিন। 

Advertisement

Advertisement