scorecardresearch
 

Chandra Grahan- Shani Blessings: চন্দ্রগ্রহণের সময় শুভ যোগ তৈরি শনির, এই রাশির জাতকরা শনিদেবের আশীর্বাদ পাবে

Chandra Grahan Positive Effects: ১৮ সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণকে খুব বিশেষ কারণ, এদিন পিতৃপক্ষ এবং ভাদ্রপদ পূর্ণিমা কাকতালীয়ভাবে হতে চলেছে। এছাড়া চন্দ্রগ্রহণের সময় শনিদেব শশ যোগও তৈরি হবে।

Advertisement
চন্দ্রগ্রহণের রাশিফল চন্দ্রগ্রহণের রাশিফল

চন্দ্রগ্রহণ জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচিত হয়। এবারের চন্দ্রগ্রহণকে খুব বিশেষ ধরা হচ্ছে। চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে ১৮ সেপ্টেম্বর, বুধবার। সনাতন ধর্মে, গ্রহণকে নিছক একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা হিসেবে বিবেচনা করা হয় না। এটিকে ধর্মের সঙ্গে যুক্ত বলেই মনে করা হয়। গ্রহণ অশুভ বলে বিশ্বাস করেন অনেকে। এই চন্দ্রগ্রহণকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে। 

১৮ সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণকে খুব বিশেষ কারণ, এদিন পিতৃপক্ষ এবং ভাদ্রপদ পূর্ণিমা কাকতালীয়ভাবে হতে চলেছে। এছাড়া চন্দ্রগ্রহণের সময় শনিদেব শশ যোগও তৈরি হবে। অর্থাৎ শনি কুম্ভ রাশিতে থাকবে যা, শশ যোগের সৃষ্টি করবে। জ্যোতিষীদের মতে, চন্দ্রগ্রহণের সময় শনিদেবের এই সংমিশ্রণটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ শনিদেবের আশীর্বাদে, রাশিচক্রের উপর চন্দ্রগ্রহণের প্রভাব হ্রাস পাবে। জানুন, চন্দ্রগ্রহণের সময় শনিদেব দ্বারা গঠিত শশা যোগের সংমিশ্রণে কোন রাশির জাতকরা উপকৃত হবে।

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20) 

চন্দ্রগ্রহণে শনির মিলন মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য সম্পদ আনতে চলেছে। শনির কৃপায় মেষ রাশির জাতকরা আগামী ১ মাসে ব্যবসায় লাভবান হবেন। মেষ রাশির জাতক জাতিকাদের সকল সমস্যার অবসান হবে।

মিথুন/ GEMINI রাশিফল Rashifal (May 21-June 21) 

চন্দ্রগ্রহণে শনির যোগ মিথুন রাশির জাতক-জাতিকাদের যাবতীয় সমস্যা দূর করবে। আয় বৃদ্ধি হবে। মিথুন রাশির জাতকরা আগামী ১ মাসে আর্থিক সুবিধা পাবেন। ব্যবসা ভাল চলবে।

কুম্ভ/ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19) 

চন্দ্রগ্রহণের সময় শনি কুম্ভ রাশিতে এই সংযোগ তৈরি করছে। শনির আশীর্বাদে কুম্ভ রাশির জাতক-জাতিকারা অঢেল সম্পদ পাবেন। দাম্পত্য জীবন ভাল হবে। পরিবারে কোনও বড় সুখবর আসবে।

Advertisement

২০২৪ সালের শেষ চন্দ্রগ্রহণ 

বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে আগামী ১৮ সেপ্টেম্বর। এটি আংশিক চন্দ্রগ্রহণ। যদিও এই গ্রহণও ভারতে দৃশ্যমান হবে না। যার কারণে এর সুতককালও বৈধ হবে না। এই গ্রহণ ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ ও উত্তর আফ্রিকা, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগরে দেখা যাবে। ২০২৪ সালের চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মধ্যে কোনটাই ভারত থেকে দৃশ্যমান হবে না। যার কারণে তাদের সূতককালও ভারতে বৈধ হবে না।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 

 

Advertisement