scorecardresearch
 

Grahan Yog Effects: চন্দ্র- রাহুর মিলনে তৈরই হবে গ্রহণ যোগ! ৩ রাশির সাবধানে থাকতে হবে

Inauspicious Yog: জ্যোতিষীদের মতে, ২৪ নভেম্বর বিকেল ৪:০১ পর্যন্ত চাঁদ মীন রাশিতেই অবস্থান করবে। ফলে মীনে রাহু ও চন্দ্রের যোগ রয়েছে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, সমস্ত গ্রহের মধ্যে চাঁদকে সবচেয়ে দ্রুত গতিশীল গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্র মতে চাঁদ যে কোন রাশিতে থাকে মাত্র আড়াই দিন। এরপরে অবিলম্বে রাশিচক্র পরিবর্তন করে। বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে, ২২ নভেম্বর দুপুর ১২:৫৮ মিনিটে, চন্দ্র মীন রাশিতে প্রবেশ করেছে। যেখানে রাহু বসে রয়েছে। জ্যোতিষীদের মতে, ২৪ নভেম্বর বিকেল ৪:০১ পর্যন্ত চাঁদ মীন রাশিতেই অবস্থান করবে। ফলে মীনে রাহু ও চন্দ্রের যোগ রয়েছে। 

একই রাশিতে এই দুই গ্রহের মিলনে গঠিত হচ্ছে গ্রহণ যোগ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই ধরনের অশুভ যোগে কিছু রাশিচক্রের উপর বিরূপ প্রভাব পড়বে। আগামী বেশ কিছুদিন গ্রহণ যোগের কারণে কিছু রাশির জীবনে সমস্যা তৈরই হবে। জানুন কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে।

মেষ/ARIES (March 21-April 20)

জ্যোতিষশাস্ত্র অনুসারে, চন্দ্র ও রাহুর সংমিশ্রণে মেষ রাশির জাতক-জাতিকাদের দ্বাদশ ঘর তৈরি হয়। এই ঘরকে ব্যয়ের ঘর হিসেবে ধরা হয়। বৈদিক শাস্ত্র অনুসারে, মেষ রাশির জাতকদের আগামী কিছুদিন অপ্রয়োজনীয় খরচ হবে। আপনি আপনার স্বাস্থ্য নিয়েও চিন্তিত হতে পারেন। পিতা- মাতার স্বাস্থ্যের সমস্যা হতে পারে। যার কারণে মন অশান্ত হবে। ব্যবসায় কম লাভ হবে।

সিংহ/ LEO (July 23-Aug 23) 

বৈদিক জ্যোতিষ অনুসারে, গ্রহণ যোগের কারণে সিংহ রাশিতে অষ্টম রাশি তৈরি হতে চলেছে। সেক্ষেত্রে সিংহর জাতকরা আর্থিক, মানসিক এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এই কারণে সিংহ রাশির জাতকদের একটু সতর্ক হওয়া উচিত। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। এছাড়াও চিন্তা না করে কোনও সিদ্ধান্ত নেবেন না। কাউকে টাকা ধার দেবেন না, নয় আপনার টাকা নষ্ট হতে পারে।

ধনু/ SAGITTARIUS (Nov 23-Dec 21) 

Advertisement

জ্যোতিষশাস্ত্র অনুসারে, চন্দ্র ও রাহুর সংমিশ্রণে ধনু রাশির জাতক-জাতিকাদের চতুর্থ ঘর তৈরি করে। ধনুর জন্য এই গ্রহণ যোগ ভাল নয়। এর কারণে পরিবারের সদস্যদের মধ্যে কোনও বিষয়ে ঝগড়া হতে পারে। অফিসে সাবধান হওয়া উচিত। দাম্পত্য জীবনে কিছু সমস্যা হতে পারে। জ্যোতিষীরা বলছেন আগামী কিছু দিন ধনু রাশিকে একটু সাবধানে থাকতে হবে।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 


 

TAGS:
Advertisement