সামনেই হিন্দু ধর্মাবলম্বীদের আরও একটি গুরুত্বপূর্ণ উৎসব- অক্ষয় তৃতীয়া। শুধু বাঙালি নয়, গোটা দেশের হিন্দুদের জন্যেই এই উৎসব অত্যন্ত শুভ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়। যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, এদিন সোনা কিনলে দেবী লক্ষ্মীর আগমন হয় গৃহে। অক্ষয় তৃতীয়ায় গণেশ ও দেবী লক্ষ্মীর পুজো হয়। এবারের অক্ষয় তৃতীয়ার তিথি খুব বিশেষ হতে চলেছে, কারণ এদিন গুরু চন্ডাল যোগ তৈরি হতে চলেছে। মেষ রাশিতে গুরু ও রাহুর সংমিশ্রণে গুরু চণ্ডাল যোগ তৈরি হবে। এদিন পঞ্চগ্রহী যোগও গড়ে উঠতে চলেছে। জানুন, অক্ষয় তৃতীয়ায় তৈরি হতে যাওয়া গুরু চন্ডাল যোগ থেকে কারা উপকৃত হবেন।
* মিথুন/ GEMINI (May 21-June 21)
দাম্পত্য জীবন সুখী হবেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। সফলভাবে সব কাজ করবেন। সমাজে সম্মান বৃদ্ধি পাবে।
* বৃষ / TAURUS (April 21 – May 20)
ভবিষ্যতের জন্য সুখবর পাবেন। অফিসার ক্লাস খুশি হবে। স্বাস্থ্য ভাল থাকবে। বেতন বাড়বে।
* কর্কট/ CANCER (June 22-July 22)
আয়ের উৎস বাড়বে। বিদেশ যাত্রা লাভজনক হতে পারে। রোগ থেকে মুক্তি পেতে পারেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন।
* কুম্ভ/ AQUARIUS (Jan 22-Feb 19)
সম্পত্তি থেকে লাভ হতে পারে। সময় আপনার পাশে থাকবে। পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকবে।
অক্ষয় তৃতীয়া ২০২৩-র দিনক্ষণ
* আগামী ২৩ এপ্রিল (বাংলায় ৯ বৈশাখ) অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে।
* ২২ এপ্রিল ঘ ৮/১৫/১১ থেকে ২৩ এপ্রিল ঘ ৮/১৭/৫৯ পর্যন্ত তৃতীয়া থাকবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)