জ্যোতিষ শাস্ত্র অনুসারে, প্রত্যেক গ্রহ নিশ্চিত সময়ে অস্ত ও উদয় হয়, যার প্রভাব মানব জীবন ও পৃথিবীর ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন যে মান-সম্মান ও প্রতিষ্ঠার কারক গুরু বৃহস্পতি জুনের শুরুতেই বৃষ রাশিতে উদয় হতে চলেছে। যার প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা যায়। তবে বৃহস্পতির উদয় ৩ রাশিকে সুখ-সমৃদ্ধি, ধন-দৌলতে ভরিয়ে দেবে। আসুন সেই রাশিরা কারা জেনে নিই।
বৃশ্চিক রাশি
আপনাদের জন্য গুরুর উদয় লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। এই সময় বিবাহিতদের জীবন খুব ভাল কাটবে। এর পাশাপাশি আপনার প্রেম জীবন ভাল যাবে। শিক্ষাক্ষেত্র ভাল যাবে। অংশীদারিত্বের ব্যবসায় ভাল কাজ হবে। অভিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে। উচ্চশিক্ষার জন্য সময়টা ভাল। পড়ুয়ারা এই সময় মনোযোগ বাড়বে। আপনার সব ইচ্ছা পূরণ হতে চলেছে।
কন্যা রাশি
আপনাদের জন্য বৃহস্পতির গোচর শুভ ফল নিয়ে আসবে। কারণ গুরু গ্রহ আপনার রাশির ভাগ্যস্থানে ভ্রমণ করবে। এই কারণে আপনার এই সময় ভাগ্যের পূর্ণ সমর্থন পাওয়া যাবে। এই সময় কোনও ধার্মিক যাত্রায় যেতে পারেন। বাবার থেকে আর্থিক লাভ পাবেন। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। যে সব পড়ুয়ারা বিদেশ সফরে যাবেন ভাবছেন তাঁরা যেতে পারবেন। তাদের সব ইচ্ছে পূরণ হবে। চাকুরিজীবিদের পদোন্নতি হবে।
মকর রাশি
মকর রাশির জন্য গুরু উদয় শুভ প্রমাণিত হবে। কারণ বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চম ভাবে উদিত হতে চলেছে। এইসয় আপনার সন্তানের থেকে কোনও ভাল খবর পেতে পারেন। পড়ুয়ারা এই সময় ভাল ফল পাবেন। এই রাশির জাতকেরা এই সময় বিদেশ সফরে যেতে পারেন। আকস্মিক ধনলাভ হবে। জ্যোতিষ, কথাবাচক, বিচারক ও ধর্মের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গুরু গোচরে লাভ হবে।