Horoscope 25th January 2022: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।
মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)
লাঞ্ছনাভোগ। দেহপীড়া। সঞ্চয়ের সুযোগ। সমস্যার সৃষ্টি হতে পারে। পদোন্নতি। প্রত্যাশা অনুযায়ী কাজ শীঘ্রই সম্পন্ন হবে।
বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)
শুভ যোগাযোগ। কর্মক্ষেত্রে শুভ সংবাদ আসবে। একাধিক উপায়ে অর্থলাভ। অপবাদ থেকে দূরে থাকুন। অযথা ঝামেলায় জড়াবেন না।
মিথুন/ GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)
ক্লান্তি বোধ। গোপন পরামর্শ লাভ। লটারিতে অর্থপ্রাপ্তি। উৎপাদন বৃদ্ধি। অর্থনৈতিক পরিস্থিতি ভাল থাকবে। মনঃকষ্ট।
কর্কট/ CANCER রাশিফল Rashifal (June 22-July 22)
বন্ধু- বিরোধ। প্রেমের জন্য ভাল সময়। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। শারীরিক অসুস্থতা। ঋণ প্রাপ্তি।
সিংহ/ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)
অপ্রিয়ভাজন। বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন। পারিবারিক সমস্যা। অবৈধ প্রণয়। মানসিক অবসাদ।
কন্যা/ VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)
মানহানি। বিবাহিতরা সম্পত্তি বিরোধ। ষড়যন্ত্রের শিকার। সার্থক প্রচেষ্টা। কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন।
তুলা/ LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)
লাম্পট্য। মানসিক কষ্ট। উদাসীনতায় ক্ষতি। সংবেদনশীল সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্ত বোধ। চাকরি ও ব্যবসায় সাফল্য আসবে।
বৃশ্চিক/ SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)
স্থান পরিবর্তন। পদমর্যাদা বৃদ্ধি। নিজের স্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন হন। সম্মান প্রাপ্তি। বিপদের আশঙ্কা।
ধনু/ SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)
বিপদাশঙ্কা। অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হবেন। লেনদেনের সম্পর্কে সতর্ক থাকুন। স্নায়ুরোগে কষ্ট। সহকর্মী বিবাদ।
মকর / CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)
প্রতারিত। সহায়তা লাভ। সাম্মান প্রাপ্তি। প্রতিদ্বন্দিতায় সাফল্য। কেরিয়ারের জন্য ভাল সময়। বিপদের আশঙ্কা।
কুম্ভ/ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)
সম্মানহানি। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাহসিকতার প্রদর্শন। দান- ধ্যানে শান্তি। উগ্রতায় ক্ষতি।
মীন/ PISCES রাশিফল Rashifal (Feb 20-March 20)
অপব্যয়। বাড়ির সকলে মিলে ভ্রমণ যোগ। হঠকারী সিদ্ধান্তে ক্ষতি। ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা না করার কারণে, সঙ্গীর অসন্তুষ্টি। বিনিয়োগে উপকার হবে।