scorecardresearch
 

Akshaya Tritiya 2023: অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে লাগান এই দুই গাছ, ঘরে মা লক্ষ্মী আসবেন

Akshaya Tritiya 2023: শনিবার অক্ষয় তৃতীয়া। আর এইদিন যে কোনও শুভ কাজই করা যায়। এদিন বাড়িতে সোনা কেনও খুব শুভ বলে মনে করা হয়। তবে অনেকেরই সামর্থ্য থাকে না সোনা কেনার। জ্যোতিষ অনুযায়ী বলা হয় যে তুলসী ও লজ্জাবতী গাছ যদি লাগানো হয় তবে সোনা কেনার মতোই পূণ্যলাভ করা যায়।

Advertisement
এই দুই গাছ রোপণ করুন পাবেন লক্ষ্মীর কৃপা এই দুই গাছ রোপণ করুন পাবেন লক্ষ্মীর কৃপা
হাইলাইটস
  • শনিবার অক্ষয় তৃতীয়া। আর এইদিন যে কোনও শুভ কাজই করা যায়।
  • এদিন বাড়িতে সোনা কেনও খুব শুভ বলে মনে করা হয়। তবে অনেকেরই সামর্থ্য থাকে না সোনা কেনার।
  • জ্যোতিষ অনুযায়ী বলা হয় যে তুলসী ও লজ্জাবতী গাছ যদি লাগানো হয় তবে সোনা কেনার মতোই পূণ্যলাভ করা যায়।

শনিবার অক্ষয় তৃতীয়া। আর এইদিন যে কোনও শুভ কাজই করা যায়। এদিন বাড়িতে সোনা কেনও খুব শুভ বলে মনে করা হয়। তবে অনেকেরই সামর্থ্য থাকে না সোনা কেনার। জ্যোতিষ অনুযায়ী বলা হয় যে তুলসী ও লজ্জাবতী গাছ যদি লাগানো হয় তবে সোনা কেনার মতোই পূণ্যলাভ করা যায়। তবে শুধু অক্ষয় তৃতীয়ার দিনই নয়, শুভ সময় মেনে এই দুই গাছ রোপণ করলে আর্থিক দিক মজবুত হয়।  

অক্ষয় তৃতীয়ার দিন লাগান তুলসী গাছ
জ্যোতিষ ও বৈদিক মতে, বৈশাখ শুক্ল তৃতীয়া গাছ লাগানোর জন্য শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন সোনা যদি না কিনতে পারেন তবে কাঁসর বা পিতলের বাসনও কিনতে পারেন। অথবা লজ্জাবতী, তুলসী ছাড়াও কোনও ফলের গাছ লাগানোও সোনা কেনার মতোই ফলদায়ক প্রমাণিত হবে। ভগবান বিষ্ণুর প্রিয় গাছ হল তুলসী গাছ। বিষ্ণুকে তুলসী পাতা দেওয়ার যে ফল পাওয়া যায় তা সোনা অর্পণ করার চেয়েও বেশি। এইজন্য তুলসী গাছ লাগালে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়। এছাড়াও তুলসী গাছ লাগালে অক্ষয় সম্পদের প্রাপ্তি হয়। পারিবারিক জীবনে প্রেম সর্বদা থাকে।

আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ায় ১২৫ বছর পর 'পঞ্চগ্রহী যোগ', ৪ রাশিতে সুখবৃষ্টি-অর্থলাভ 

লজ্জাবতী গাছ লাগানোর ফল
জ্যোতিষ অনুসারে, দশেরার দিন কুবের রাজা রঘুকে স্বর্ণ মুদ্রা দিতে গিয়ে লজ্জাবতী গাছের পাতাগুলিকে সোনার করে দেন। এই জন্য অক্ষয় তৃতীয়ার দিন তুলসী বা লজ্জাবতী গাছের চারা লাগানো খুবই বিশেষ হয়ে থাকে। লজ্জাবতী গাছ শনির দোষ দূর করে। জন্মকুণ্ডলীতে পিতৃদোষ ও কালসর্প দোষ থাকলে তা লজ্জাবতী গাছ লাগালে দূর হয়ে যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী লজ্জাবতী গাছ লাগানো খুব ফলদায়ক। 

Advertisement

আরও পড়ুন: সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি পরিবর্তন করবে তার রাশিচক্র, বদলে যাবে এই রাশিগুলোর ভাগ্য

সম্পদ ও বৈভব দেয় এই লজ্জাবতী গাছ
তবে লজ্জাবতী গাছ রোপণের সব চেয়ে পুণ্য তিথি হল দশমী তিথি। সেই হিসেবে অনেকেই বিজয়া দশমীর দিনে এই গাছ রোপণ করে থাকেন। তবে এই গাছ পুঁততে হবে বাড়ির প্রধান গেটে। একমাত্র তা হলেই আপনার ভাগ্য়ে শুভ পরিবর্তন আসবে বা আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে। কেউ যদি আর্থিক কষ্টে ভোগেন তবে তাঁর ক্ষেত্রে আশু ফল দেয় এই গাছ। কেটে যায় সমস্ত অর্থনৈতিক দুর্দশা। যদি নিয়মিত এ গাছে জলদান করা যায় বা এতে গঙ্গাজল ছিটিয়ে দেওয়া যায় তবে লক্ষ্মী প্রসন্ন হন। তখন সম্পদ ও বৈভবের অধিকারী হওয়া যায়।   

Advertisement