জ্যোতিষ মতে, বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে বৃহস্পতি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মার্গি হতে চলেছে গ্রহ। যার ফলে সাফল্যের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন...
বৃষ রাশি (Taurus):
ভাগ্যোদয় হবে বৃষ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। ব্যবসায় উন্নতি হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। পড়ুয়াদের জন্য ভাল সময়। প্রেমের সম্পর্ক মজবুত হবে।
মেষ রাশি (Aries):
শুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতকদের জীবনে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। দাম্পত্য সুখ বাড়বে। লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা।
কর্কট রাশি (Cancer):
কপাল খুলবে কর্কট রাশির জাতকদের। অর্থলাভের যোগ রয়েছে। বিনিয়োগকারীদের জন্য ভাল সময়। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। সব কাজে সাফল্য আসবে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২ ডিসেম্বর রাশি বদলাবে শুক্র। মকর রাশিতে গমন করবে এই গ্রহ। এর প্রভাবে মেষ, বৃষ ও কন্যা রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরবে।জ্যোতিষ মতে, আগামী ২ ডিসেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করবে রাহু। পরের বছর ১৬ মার্চ পর্যন্ত ওই নক্ষত্রেই থাকবে রাহু। যার প্রভাবে কপাল খুলবে মেষ, মকর এবং কুম্ভ রাশির জাতকদের। নতুন বছরে সাফল্যের চূড়ায় উঠবে ৩ রাশি। লাভবান হবেন মকর, সিংহ এবং তুলা রাশির জাতকরা। জ্যোতিষ মতে, বাংলার অগ্রহায়ণ মাসে বুধ ও সূর্যের চালে শুভ প্রভাব পড়বে। চাকরি-ব্যবসায় দারুণ উন্নতির যোগ রয়েছে। লাভবান হবেন ২ রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ৭ ডিসেম্বর রাশি বদলাবে মঙ্গল। পিছিয়ে যাবে এই গ্রহ। এর প্রভাবে কপাল খুলবে তুলা, কন্যা এবং মীন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, ২০২৫ সালে কুম্ভ রাশিতে যাত্রা শেষ করে মীন রাশিতে প্রদেশ করবে শনি। বেশ কয়েকটি রাশির সাড়ে সাতি দশা শেষ হয়ে যাবে। শনির চালে নতুন বছরে মেষ, বৃষ ও কর্কট রাশির জাতকদের।