scorecardresearch
 

Ketu Favorite Zodiac: কেতুর পছন্দের তালিকায় ৫ রাশি, টাকার কমতি হয় না এঁদের কখনও

Ketu Favorite Zodiac: জ্যোতিষে রাহু-কেতুকে ছায়াগ্রহ বলে মনে করা হয়। কেতু শুভ ও অশুভ দুই ফলই প্রদান করে থাকে। কেতু জন্মছকে কোন ঘরে অবস্থান করছে, তার ওপর নির্ভর করে শুভ বা অশুভ ফল দিয়ে থাকেন। কেতুর শিরচ্ছেদ করেছিল ভগবান বিষ্ণু।

Advertisement
কেতুর প্রিয় ৫ রাশি কেতুর প্রিয় ৫ রাশি
হাইলাইটস
  • জ্যোতিষে রাহু-কেতুকে ছায়াগ্রহ বলে মনে করা হয়।

জ্যোতিষে রাহু-কেতুকে ছায়াগ্রহ বলে মনে করা হয়। কেতু শুভ ও অশুভ দুই ফলই প্রদান করে থাকে। কেতু জন্মছকে কোন ঘরে অবস্থান করছে, তার ওপর নির্ভর করে শুভ বা অশুভ ফল দিয়ে থাকেন। কেতুর শিরচ্ছেদ করেছিল ভগবান বিষ্ণু। কেতু প্রধানত অপার্থিব, আধ্যাত্মিক ও বিলাসিতার প্রতীক বলে মনে করা হয়। তবে কেতু কিছু রাশির ওপর তাঁর কৃপা দেখিয়ে থাকেন। আসুন জেনে নিই সেই রাশিগুলো কোনগুলো। 

মেষ রাশি
উগ্র ও উৎসাহে ভরপুর মেষ রাশিতে কেতুর প্রভাবে আধ্যাত্মিক গভীরতা বেড়ে যায়। মেষ রাশির জাতকেরা নিজেদের নেতৃত্বের গুণে পরিচিত আর কেতুর আশীর্বাদে তাঁদের এই গুণের প্রভাব অন্যের ওপর পড়তে দেখা যায়। কেতুর কৃপায় এই রাশিদের সমাজে মান-সম্মান বাড়ে।

কর্কট রাশি 
কেতুর কৃপায় কর্কট রাশির জাতকেরা নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার যোগ আছে। নতুন গাড়ি কেনারও যোগ আছে কর্কট রাশির জাতকদের সামনে। নতুন সম্পত্তি প্রাপ্তি হতে পারে। জীবনে আনন্দ ও শান্তি পাবেন কর্কট রাশির জাতকেরা। কেতুর কৃপায় সম্পত্তিতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন। 

আরও পড়ুন

কন্যা রাশি
কেতুর আশীর্বাদে কন্যা রাশির জাতকেরা সবক্ষেত্রে সফলতা পান। কেতুর কৃপায় এই রাশির জাতকদের আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়ে। অর্থ সঙ্কট থাকলেও কখনও অভাবের মুখোমুখি হন না। এই রাশির জাতকদের ব্যক্তিগত জীবন সুখময় হয়। কেতুর কৃপাতে এই রাশির জাতকেরা পরিশ্রম করেন ও ফলও পান।  

বৃশ্চিক রাশি
কেতুর কৃপায় বৃশ্চিক রাশির জাতকদের জীবনে কখনও অর্থের অভাব হয় না। মনঃসংযোগ করার ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনার চারপাশের পরিস্থিতির গুরুত্ব আরও ভাল ভাবে উপলব্ধি করতে পারবেন আপনি। সমাজে দুর্বল মানুষদের প্রতি আপনি দায়িত্বশীল হয়ে উঠবেন এবং সেবামূলক কাজে যুক্ত হবেন। দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হতে পারে।বৃশ্চিক রাশির জাতকদের মনে এই সময় ধর্মীয় ভাবনা জাগ্রত হবে। গবেষকদের জন্যও সময়টা শুভ।

Advertisement

মীন রাশি
রাশিচক্রে সবচেয়ে আধ্যাত্মিক প্রকৃতির রাশি মীনের ওপর স্বাভাবিকভাবে কেতুর কৃপা বেশি থাকে। কেতুর প্রভাবে এই রাশিরা খুবই দয়ালু হন। এই রাশির জাতকদের জীবনে আধ্যাত্মিকতা বেশি করে প্রাধান্য পেয়ে থাকে। যে কারণে সবক্ষেত্রেই এই রাশির জাতকদের সফলতা কেউ আটকাতে পারে না। এঁরা যে কাজ করবে ভাবে তা করেই দম ফেলে। কেতুর কৃপায় কখনও অর্থের অভাব হয় না। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Advertisement