scorecardresearch
 

Budh Vakri Horoscope: ৩ রাশির সুখের জোয়ার, বুধের চালে সুখসম্পদ উপচে পড়বে

জ্যোতিষ মতে, আগামী ২৬ নভেম্বর বৃশ্চিক রাশিতে পিছিয়ে যেতে চলেছে বৃষ। এর প্রভাবে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। সব ক্ষেত্রে সাফল্য আসবে। 

Advertisement
ভাগ্য খুলবে ৩ রাশির। ভাগ্য খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ২৬ নভেম্বর বৃশ্চিক রাশিতে পিছিয়ে যেতে চলেছে বৃষ।
  • লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা।
  • সব ক্ষেত্রে সাফল্য আসবে। 

জ্যোতিষ মতে, আগামী ২৬ নভেম্বর বৃশ্চিক রাশিতে পিছিয়ে যেতে চলেছে বৃষ। এর প্রভাবে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। সব ক্ষেত্রে সাফল্য আসবে। 

বৃষ রাশি (Taurus): 

ভাগ্যোদয় হবে বৃষ রাশির জাতকদের। চাকরিতে উন্নতি হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। প্রেমের সম্পর্ক মজবুত হবে।

আরও পড়ুন

বৃশ্চিক রাশি (Scorpio): 

কপাল খুলবে বৃশ্চিক রাশির জাতকদের। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। ধনলাভের যোগ রয়েছে। 

মকর রাশি (Capricorn): 

ভাগ্য বদলাবে মকর রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। ব্যবসায় উন্নতি হবে। অর্থলাভ হতে পারে। দীর্ঘদিনের কোনও ইচ্ছেপূরণ হতে পারে। 


অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২ ডিসেম্বর রাশি বদলাবে শুক্র। মকর রাশিতে গমন করবে এই গ্রহ। এর প্রভাবে মেষ, বৃষ ও কন্যা রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরবে।জ্যোতিষ মতে, আগামী ২ ডিসেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করবে রাহু। পরের বছর ১৬ মার্চ পর্যন্ত ওই নক্ষত্রেই থাকবে রাহু। যার প্রভাবে কপাল খুলবে মেষ, মকর এবং কুম্ভ রাশির জাতকদের। নতুন বছরে সাফল্যের চূড়ায় উঠবে ৩ রাশি। লাভবান হবেন মকর, সিংহ এবং তুলা রাশির জাতকরা। জ্যোতিষ মতে, বাংলার অগ্রহায়ণ মাসে বুধ ও সূর্যের চালে শুভ প্রভাব পড়বে। চাকরি-ব্যবসায় দারুণ উন্নতির যোগ রয়েছে। লাভবান হবেন ২ রাশির জাতকরা।
 

Advertisement