জ্যোতিষ মতে, আগামী ৩১ মে বৃষ রাশিতে প্রবেশ করবে বুধ। বুধের গোচরে যেমন কোনও কোনও রাশির জাতকদের জীবন বদলাবে, তেমনই আবার কোনও কোনও রাশির জাতকদের জীবনে অন্ধকার নামবে। বিশেষ করে ৩ রাশির জাতকরা নানা সমস্যার মুখে পড়বেন। জেনে নিন...
মিথুন রাশি (Gemini):
বুধের গোচরে সমস্যা বাড়বে মিথুন রাশির জাতকদের। আর্থিক সমস্যা তৈরি হতে পারে। যে কোনও কাজে বাধার মুখে পড়তে পারেন। মানসিক অশান্তি হতে পারে।
তুলা রাশি (Libra):
বুধের রাশি পরিবর্তনে খারাপ প্রভাব পড়বে তুলা রাশির জাতকরা। কোনও গোপন শত্রু আপনার ক্ষতি করতে পারেন। শরীর খারাপে ভুগতে পারেন। সাংসারিক জীবনে অশান্তি হতে পারে।
বৃশ্চিক রাশি (Scorpio):
লাভবান হবেন বৃশ্চিক রাশির জাতকরা। অর্থকষ্ট হতে পারে। পরিশ্রম করলেও ফল আশানুরূপ না হওয়ায় সমস্যায় পড়বেন। বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারে।
অন্য দিকে, ৩১ মে বৃষ রাশিতে প্রবেশ করবে বুধ। গত ১৪ মে থেকে ওই রাশিতে রয়েছে সূর্য। ফলে বুধ এবং সূর্যের মিলন হবে। যার ফলে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। এই রাজযোগের প্রভাবে ভাগ্যোদয় হবে বৃষ, সিংহ এবং কন্যা রাশির জাতকরা। জ্যোতিষ মতে, জুন মাসে উদিত হতে চলেছে বৃহস্পতি। এর প্রভাবে বিশেষ করে ৩ রাশির জাতকদের জীবনে আসবে বিরাট বদল। কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন, সবেতেই দারুণ সাফল্য পাবেন বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা।জ্যোতিষ মতে, আগামী ১ জুন মেষ রাশিতে গোচর করবে মঙ্গল। এর ফলে তৈরি হবে রুচক রাজযোগ। এই রাজযোগের শুভ প্রভাব পড়বে বৃষ, মিথুন এবং কর্কট রাশির জাতকদের।