scorecardresearch
 

New Year Lucky Zodiacs: সুখ-সাফল্য উপচে পড়বে ৩ রাশির, নতুন বছরে ঝড়ের গতিতে উত্থান

আর মাত্র কয়েক দিন বাদেই নতুন বছর। জ্যোতিষ মতে, ২০২৫ সাল কয়েকটি রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। বিশেষ করে, ৩ রাশির জাতকদের জীবনে সুখ-সাফল্য উপচে পড়বে।

Advertisement
নতুন বছরে ভাগ্য বদলাবে ৩ রাশির। নতুন বছরে ভাগ্য বদলাবে ৩ রাশির।
হাইলাইটস
  • আর মাত্র কয়েক দিন বাদেই নতুন বছর।
  • ২০২৫ সাল কয়েকটি রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে।
  • ৩ রাশির জাতকদের জীবনে সুখ-সাফল্য উপচে পড়বে।

আর মাত্র কয়েক দিন বাদেই নতুন বছর। জ্যোতিষ মতে, ২০২৫ সাল কয়েকটি রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। বিশেষ করে, ৩ রাশির জাতকদের জীবনে সুখ-সাফল্য উপচে পড়বে।

বৃষ রাশি (Taurus): 

বাম্পার লাভ হবে বৃষ রাশির জাতকদের। কঠোর পরিশ্রমের সুফল পাবেন। কেরিয়ারে উন্নতি হবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। সব বাধা কেটে যাবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

আরও পড়ুন

বৃশ্চিক রাশি (Scorpio): 

ভাগ্যোদয় হবে বৃশ্চিক রাশির জাতকদের। নতুন বছরে কোনও সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। পড়ুয়াদের জন্য ভাল সময়। 

কর্কট রাশি (Cancer): 

ভাগ্য বদলাবে কর্কট রাশির জাতকদের। পরিবারে সুখ-সমৃদ্ধি আসবে। বিনিয়োগের জন্য ভাল সময়। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। দাম্পত্য সুখ বাড়বে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, বছর শেষের আগে মার্গী হয়েছে বুধ। এর প্রভাবে ২০২৫ সালে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। চাকরি-ব্যবস্যায় দারুণ সাফল্য আসবে বৃশ্চিক,বৃষ ও কন্যা রাশির জাতকদের। জ্যোতিষ মতে, ৩০ বছর পর তৈরি হচ্ছে শশ মহাপুরুষ রাজযোগ। এরফলে শনির কৃপায় ভাগ্য খুলবে বৃষ, তুলা ও মকর রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী বছরের মে মাসে রাশি বদলাবে রাহু। কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহু। এরফলে মেষ, তুলা, সিংহ রাশির জাতকদের কপাল খুলবে। 
 

Advertisement