১৮ জুন বছরের সবচেয়ে বড় একাদশী অর্থাৎ নির্জলা একাদশী পালন করা হবে। এইদিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে নির্জলা একাদশী বলা হয়ে থাকে। জ্যোতিষীদের মতে, নির্জলা একাদশীতে ৪ রাশির সবচেয়ে বেশি লাভ হবে। এই ৪ রাশিকে ভগবান বিষ্ণুর প্রিয় রাশি বলেও মনে করা হয়ে থাকে। এই ৪ রাশিকে পৃথিবী তত্ত্বের রাশি বলে মনে করা হয়। তাই এই রাশিদেরকে বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয়। আসুন জেনে নিন এই ৪ রাশি কারা।
বৃষ রাশি
জ্যোতিষীদের বিশ্বাস অনুসারে, বৃষ রাশির জাতকদের ওপর ভগবান বিষ্ণুর অসীম কৃপা থাকে। এই রাশিদের প্রত্যেক ক্ষেত্রে সফলতা প্রাপ্তি হয়। দাম্পত্য জীবন সুখের হয়। সঙ্গীর সঙ্গে মতবিরোধ শেষ হবে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের ওপর শ্রী বিষ্ণুর কৃপা সবসময় থাকে। এঁরা সব কাজে সফলতা পায়। আর্থিক পরিস্থিতি শুধরাবে এই রাশিদের। বিবাহিত জীবনের সব সমস্যা সমাধান হয়ে যাবে। তাই সবদিক থেকে ভাল থাকতে হলে ভগবান বিষ্ণুর পুজো নিয়মিতভাবে করা দরকার।
সিংহ রাশি
জ্যোতিষবিদদের বিশ্বাস অনুযায়ী, সিংহ রাশিদের ওপর শ্রী বিষ্ণু তাঁর কৃপাদৃষ্টি দিয়ে থাকেন। এই রাশিরা তাঁদের পরিশ্রমের ফলে সফলতা লাভ করে এবং সমাজে মান-সম্মান পায়। এঁরা যে কোনও চ্যালেঞ্জ নিতে পিছু পা হন না। বিষ্ণুর কৃপায় সবক্ষেত্রে সফলতা অর্জন করেন।
তুলা রাশি
বিষ্ণুজির কৃপায় তুলা রাশির জাতকদের চাকরি ও ব্যবসায় খুব লাভ হয়ে থাকে। বিষ্ণুর আশীর্বাদে জীবনে থাকা সব কষ্ট দূর হয়ে যায়। বিষ্ণুর কৃপা পাওয়ার জন্য বিষ্ণু পুরাণের পাঠ অবশ্যই করবেন।