scorecardresearch
 

Budh Gochar 2024: অফিস পলিটিক্স-অতিরিক্ত টাকা খরচ, ২৯ জুন পর্যন্ত সাবধানে থাকুন ৪ রাশি

Budh Gochar 2024: গ্রহের রাজকুমার হিসাবে পরিচিত বুধের গোচর মিথুন রাশিতে হয়ে গিয়েছে। বুধ ২৯ জুন ২০২৪ সাল পর্যন্ত মিথুন রাশিতেই থাকবে। এরপর বুধ গোচর করে কর্কট রাশিতে প্রবেশ করবে। বুধের মিথুন রাশিতে সঞ্চারন সব রাশিদের ওপরই প্রভাব ফেলবে। তবে ৪ রাশির ওপর এই সময় একটু খারাপ হতে চলেছে।

Advertisement
বুধ গোচর ২০২৪ বুধ গোচর ২০২৪
হাইলাইটস
  • গ্রহের রাজকুমার হিসাবে পরিচিত বুধের গোচর মিথুন রাশিতে হয়ে গিয়েছে।

গ্রহের রাজকুমার হিসাবে পরিচিত বুধের গোচর মিথুন রাশিতে হয়ে গিয়েছে। বুধ ২৯ জুন ২০২৪ সাল পর্যন্ত মিথুন রাশিতেই থাকবে। এরপর বুধ গোচর করে কর্কট রাশিতে প্রবেশ করবে। বুধের মিথুন রাশিতে সঞ্চারন সব রাশিদের ওপরই প্রভাব ফেলবে। তবে ৪ রাশির ওপর এই সময় একটু খারাপ হতে চলেছে। এই জাতকদের জন্য ২৯ জুন পর্যন্ত সময় খুবই মুশকিলে ভরা থাকবে। এই জাতকদের অর্থ সঙ্কট হতে পারে। শত্রুরা সমস্যা তৈরি করতে পারে। অসুস্থতা ও দুর্ঘটনার যোগও তৈরি হতে পারে। আসুন জেনে নিই বুধ গোচরের ফলে কোন রাশিদের জীবন ছারখার হবে। 

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য ২৯ জুন পর্যন্ত সময় একদম ভাল যাবে না। টাকা-পয়সা বেশি খরচ হয়ে যেতে পারে। যার কারণে আপনার পকেট খালি থাকবে। খরচ বেশি হবে। কিছু জাতকদের টাকা ধার বা ঋণ নেওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে। তাই এই সময় পর্যন্ত ভেবেচিন্তে খরচ করুন। ঝগড়া-অশান্তি এড়িয়ে চলুন। 

বৃশ্চিক রাশি
আপনার কাছে অর্থ আসবে কিন্তু সেটা দেখে আপনি সন্তুষ্ট হবেন না। এরকম অবস্থায় ভুলেও কোনও অসৎ পথে অর্থ উপার্জনের কথা ভাববে না। ভুল উপায়ে উপার্জিত অর্থ বড় লোকসান হতে পারে। কোনও নিয়ম ভাঙবেন না আর কোনও ভুল কাজ করবেন না। সহকর্মীরা ঈর্ষান্বিত হয়ে আপনার ক্ষতি করতে চাইবে। বিবাহিত জীবনে চড়াই-উৎরাই থাকবে। 

আরও পড়ুন

মকর রাশি
বুধের গোচর মকর রাশির জীবনে অনেক চ্যালেঞ্জ নিয়ে আসবে। সবচেয়ে বেশি সমস্যা আপনার স্বভাব নিয়ে হতে পারে। অকারণে রাগ, আক্রমণাত্মক আচরণ আপনার সম্পর্ক বিগড়াতে পারে ও কেরিয়ারে সমস্যা দেখা দিতে পারে। কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, ধৈর্য্য সহকারে কাজকরুন। ঝগড়া এড়িয়ে চলুন। 

Advertisement

মীন রাশি
এই সময় আপনি কোনও ভুল সিদ্ধান্ত নিতে পারেন। তাই বড় কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচুন। একটু অপেক্ষা করে যান। নিজের সঙ্গীকে সন্দেহ করবেন না, বরং আলোচনা করে সমস্যা মেটান। এই সময় ঋণ নেবেন না। কারণ ঋণ মেটাতে লম্বা সময় লাগতে পারে। 

Advertisement