scorecardresearch
 

Saturn Sade Sati Till 2050: ২০৫০ সাল পর্যন্ত কোন রাশির কবে শুরু সাড়ে সাতি? শনির রোষ আগাম জানুন

Shani Sade Sati Till 2050: জ্যোতিষশাস্ত্রে শনির রাশি পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শনির রাশি পরিবর্তনের কারণে প্রতিটি রাশিতে শনির সাড়ে সাতি ও ধাইয়া শুরু হয়। শনির সাড়ে সাতি ও ধাইয়া শুরু হলে জীবনে শান্তি থাকে না।

Advertisement
শনির রাশিফল। শনির রাশিফল।
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্রে শনির রাশি পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
  • শনির রাশি পরিবর্তনের কারণে প্রতিটি রাশিতে শনির সাড়ে সাতি ও ধাইয়া শুরু হয়।

আড়াই বছরে অন্তর রাশি পরিবর্তন করেন শনিদেব। ২০২৪ সালে শনিদেব পরিবর্তন করবেন না। ২০২৫ সালে রাশি পরিবর্তন করবে শনি গ্রহ। বর্তমানে কুম্ভ, মকর ও মীন রাশিতে চলছে শনির সাড়ে সাতি। কর্কট ও বৃশ্চিক রাশিতে চলছে শনির ধাইয়া। শনি রাশি পরিবর্তন করলে মকর রাশি থেকে শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাবে। সেই সঙ্গে শনির প্রভাব থেকে মুক্তি পাবেন বৃশ্চিক ও কর্কট রাশির জাতক-জাতিকারা। জ্যোতিষশাস্ত্রে শনিদেবের একটি বিশেষ স্থান রয়েছে। শনিকে  পাপী ও নিষ্ঠুর গ্রহ বলা হয়। 

জ্যোতিষশাস্ত্রে শনির রাশি পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শনির রাশি পরিবর্তনের কারণে প্রতিটি রাশিতে শনির সাড়ে সাতি ও ধাইয়া শুরু হয়। শনির সাড়ে সাতি ও ধাইয়া শুরু হলে জীবনে শান্তি থাকে না। কাজে আসে নানা বাধা। চট করে সাফল্য মেলে না। চলুন জেনে নেওয়া যাক, ২০৫০ সাল পর্যন্ত কোন রাশিতে কখন  শনির সাড়ে সাতি ও ধাইয়া শুরু হবে-

মেষ রাশি- ২৯ মার্চ থেকে সাড়ে সাতি শুরু হতে চলেছে শনির সাড়ে সাতি। ২৯ মার্চ ২০২৫ থেকে সাড়ে সাতি চলবে ২০৩২ সালের ৩১ মে পর্যন্ত। 
ধাইয়া- ২০৩৪ সালে ১৩ জুলাই থেকে ২০৩৬ সালের ২৭ অগাস্ট পর্যন্ত।  ২০৪৩ সালের ১২ ডিসেম্বর  থেকে ৮ ডিসেম্বর ২০৪৬ পর্যন্ত।

আরও পড়ুন

বৃষ রাশি- ২০২৭ সালে শুরু সাড়ে সাতি।  সাড়ে সাতি ৩ জুন ২০২৭ থেকে ১৩ জুলাই ২০৩৪ সাল পর্যন্ত। 
ধাইয়া-২৭ অগাস্ট ২০৩৬ থেকে ২২ অক্টোবর ২০৩৮ পর্যন্ত। 

মিথুন রাশি- ২০২৯ সাল থেকে শুরু সাড়ে সাতি। ৮ অগাস্ট ২০২৯ সাল থেকে ২৭ অগাস্ট ২০২৬ সাল পর্যন্ত।
ধাইয়া ২৪ জানুয়ারি ২০২০ থেকে ২৯ এপ্রিল ২০২২।
২২ অক্টোবর ২০৩৮ থেকে ২৯ জানুয়ারি ২০৪১ পর্যন্ত।

Advertisement

কর্কট রাশি- সাড়ে সাতি শুরু সেই ২০৩২ সালে। সাড়ে সাতি- ৩১ মে ২০৩২ থেকে ২২ অক্টোবর ২০৩৮।
ধাইয়া- ২৯ এপ্রিল ২০২২ থেকে ২৯ মার্চ ২০২৫। 
২৯ জানুয়ারি ২০৪১ থেকে ১২ ডিসেম্বর ২০৪৩। 

সিংহ রাশি- সাড়ে সাতি ১৩ জুলাই ২০৩৪ থেকে ২৯ জানুয়ারি ২০৪১। 
ধাইয়া- ২৯ মার্চ ২০২৫ থেকে ৩ জুন ২০২৭। 
১২ ডিসেম্বর ২০৪৩ থেকে 8 ডিসেম্বর ২০৪৬ পর্যন্ত। 

কন্যা রাশি-  সাড়ে সাতি ২৭ অগাস্ট ২০৩৬ থেকে ১২ ডিসেম্বর ২০৪৩। 
ধাইয়া- ৩ জুন ২০২৭ থেকে ৮ অগাস্ট ২০২৯।

তুলা রাশি- সাড়ে সাতি ২২ অক্টোবর ২০৩৮ থেকে ৮ ডিসেম্বর ২০৪৬। 
ধাইয়া- ২৪ জানুয়ারি ২০২০ থেকে ২৯ এপ্রিল ২০২২।
৮ অগাস্ট ২০২৯ থেকে ৩১ মে ২০৩৩ পর্যন্ত।

বৃশ্চিক রাশি- সাড়ে সাতি ২৮ জানুয়ারি ২০৪১ থেকে ৩ ডিসেম্বর ২০৪৯।
ধাইয়া- ২৯ এপ্রিল ২০২২ থেকে ২৯ মার্চ ২০২৫।
৩১ মে ২০৩২ থেকে ১৩ জুলাই ২০৩৪ পর্যন্ত।

ধনু রাশি-  সাড়ে সাতি ১২ ডিসেম্বর ২০৪৩ থেকে ৩ ডিসেম্বর ২০৪৩।
ধাইয়া- ২৯ মার্চ ২০২৫ থেকে ৩ জুন ২০২৭।
১৩ জুলাই ২০৩৪ থেকে ২৭ অগাস্ট ২০৩৬ পর্যন্ত।

মকর রাশি- সাড়ে সাতি ২৬ জানুয়ারি ২০১৭ থেকে ২০২৫ সালের ২৯ মার্চ।
ধাইয়া- ৩ জুন ২০২৭ থেকে ৮ অগাস্ট ২০২৯।
২৭ অগাস্ট ২০৩৬ থেকে ২২ অক্টোবর ২০৩৮ পর্যন্ত

কুম্ভ রাশি- এই রাশিতে চলছে শনির সাড়ে সাতি। ২০২০ সালের ২৪ জানুয়ারি শুরু হয়েছিল সাড়ে সাতি। চলবে ৩  জুন ২০২৭ পর্যন্ত। 
ধাইয়া- ৮ অগাস্ট ২০২৯ থেকে ৩১ মে ২০৩২ পর্যন্ত। 
২২ অক্টোবর ২০৩৮ থেকে ২৯ জানুয়ারি ২০৪১ পর্যন্ত। 

মীন রাশি- সাড়ে সাতি ২৯ এপ্রিল ২০২২ থেকে ৮ অগাস্ট ২০২৯।
ধাইয়া - ৩১ মে ২০৩২ থেকে ১৩ জুলাই ২০৩৪ পর্যন্ত।
২৯ জানুয়ারি ২০৪১ থেকে ১২ ডিসেম্বর ২০৪৩ পর্যন্ত। 

Advertisement