scorecardresearch
 

Saturn Lucky Zodiacs From 2025: আগামী ২৯ মার্চ থেকে সুদিন ৩ রাশির, ২০২৫ জুড়ে শনির কৃপা

 শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে। আগামী বছর, ২০২৫ সালের মার্চ পর্যন্ত সেখানেই থাকবে। ২০২৫ সালের ২৯ মার্চ শনি বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করবে। ২০২৭ সালের ৩ জুন পর্যন্ত সেখানেই থাকবে শনি।

Advertisement
শনি রাশিফল শনি রাশিফল
হাইলাইটস
  • শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে।
  • আগামী বছর, ২০২৫ সালের মার্চ পর্যন্ত সেখানেই থাকবে।

নতুন বছর ২০২৫ সাল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। আগামী বছর একাধিক বড় গ্রহের গতিবিধির পরিবর্তন হতে চলেছে। কর্মদাতা ও ন্যায়দাতা শনির রাশি পরিবর্তন হবে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে নিষ্ঠুর গ্রহ হিসেবে বলা হয় শনিকে। তবে শনি কর্ম অনুযায়ী ফল দেয়। ফলে শনির পক্ষে থাকলে ভাগ্যের বিরাট সাহায্য মেলে। শনির কৃপায় মানুষ সুখে ভরে ওঠেন।সমস্ত গ্রহের মধ্যে শনি হল সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। শনি একটি রাশিতে প্রায় আড়াই বছর থাকেন। তারপরে অন্য রাশিতে গমন করেন। কোন রাশির জন্য ২০২৫ সাল কেমন যাবে? চলুন বিস্তারিত জানা যাক-

শনি কোন রাশিতে গমন করবে? শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে। আগামী বছর, ২০২৫ সালের মার্চ পর্যন্ত সেখানেই থাকবে। ২০২৫ সালের ২৯ মার্চ শনি বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করবে। ২০২৭ সালের ৩ জুন পর্যন্ত সেখানেই থাকবে শনি।শনির রাশি পরিবর্তনের কারণে ৩ রাশি লাভবান হতে চলেছে।

বৃষ রাশি- এই রাশির জাতক-জাতিকারা পাবেন শনিদেবের আশীর্বাদ। তাঁরা লাভবান হবেন। এই রাশির জাতক-জাতিকারা চাকরি ও ব্যবসায় অকল্পনীয় লাভ পাবেন। আপনার বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। বাবা-মাকে সম্মান করুন। দারুণ আনন্দ উপভোগ করবেন। সম্মান বাড়বে। আপনি পরিশ্রমী হবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সমস্ত বকেয়া কাজ সম্পন্ন করবেন।

আরও পড়ুন

তুলা রাশি- তুলা রাশির জাতক-জাতিকারা শনিদেবের রাশি পরিবর্তনের ফলে লাভবান হবেন। এই রাশির জাতক-জাতিকারা বিশেষ সুবিধা পাবেন। মীন রাশিতে গমনকালে শনিদেব তুলা রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করেন। শত্রুদের ভয় থেকে মুক্ত করে। মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। মামলা-মোকদ্দমায় আপনি জিতবেন। শারীরিক সমস্যা থেকেও মুক্তি পাবেন।

মকর রাশি- এই রাশির জাতক-জাতিকারা শনিদেবের রাশি পরিবর্তনে বিশেষ সুবিধা পাবেন। এই রাশির জাতক-জাতিকারা খারাপ সময় থেকে মুক্তি পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হবে। আপনার আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। নতুন কোনও কাজ শুরু করতে পারেন। আটকে থাকা কাজ শেষ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে সহযোগিতা পাবেন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। বিনিয়োগ থেকে বড় লাভ পাবেন।

Advertisement

Advertisement