scorecardresearch
 

Shani Rashifal For 2024: ২০২৪ সালে শনির কৃপায় এই ৩ রাশি, গোটা বছরে কাজে অপার সাফল্য

অন্যান্য গ্রহের তুলনায়, শনিদেব সবচেয়ে ধীর গতিতে ট্রানজিট করেন। ৪ নভেম্বর, শনিদেব তার চাল পরিবর্তন করবেন।

Advertisement
Shani Rashifal Shani Rashifal

শনিদেব কর্মের দেবতা। তিনি কর্ম অনুসারে ফল দেন। শনি ন্যায়ের দেবতাও। শনির অশুভ প্রভাব জীবনে অনেক সমস্যার সৃষ্টি করে। শনির শুভ প্রভাব জীবনে সুখের নতুন পথ খুলে দেয়। অন্যান্য গ্রহের তুলনায়, শনিদেব সবচেয়ে ধীর গতিতে এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন। ৪ নভেম্বর শনিদেব অবস্থান পরিবর্তন করবেন। তার ফলে ২০২৪ সালেও তার রেশ থাকবে। নতুন বছরে ৩ রাশির জাতক-জাতিকাদের উপরে থাকবে শনিদেবের কৃপা। ২০২৪ সাল পর্যন্ত তাঁরা সব কাজে পাবেন সাফল্য। 

তুলা রাশি- তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময় হতে চলেছে ২০২৪ সাল। ২০২৪ সালে তাঁরা উন্নতির শিখরে পৌঁছবেন। যাঁদের আর্থিক অবস্থা খারাপ, তাঁরা আর্থিক দিক থেকে উন্নতি করবেন নতুন বছরে।২০২৪ সালে কিছু ভালো খবর পেতে পারেন। ব্যবসায় কিছু সমস্যা থাকবে। যা খুব ভালোভাবে কাটিয়ে উঠবেন। আপনার স্বাস্থ্যের যত্ন নিন। পরিবারের সঙ্গে সুখের সময় কাটাবেন।

মিথুন রাশি- মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শনিদেবের এই যাত্রা শুভ হতে চলেছে। ব্যবসায় করা বিনিয়োগ থেকে লাভ হতে পারে। বাড়িতে সুখ ও সমৃদ্ধির পরিবেশ থাকবে। আর্থিক বিষয়ে আপনার সঙ্গীর মতামত নিতে ভুলবেন না। আপনার স্বাস্থ্যের যত্ন নিন। মায়ের সঙ্গে সময় কাটান।

আরও পড়ুন

মকর রাশি- শনির প্রত্যক্ষ গতি মকর রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে ২০২৪ সাল। কর্মরত ব্যক্তিরা নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে ঝগড়া ঝামেলা হতে পারে। সেই সঙ্গে আর্থিক সমস্যাও ধীরে ধীরে দূর হতে শুরু করবে।

Advertisement