Shukra Gochar 2024: জ্যোতিষশাস্ত্রে শুক্রকে একটি শুভ গ্রহ বলা হয়েছে। রাশিচক্র পরিবর্তন ছাড়াও, শুক্র সময়ে সময়ে নক্ষত্রমণ্ডলও পরিবর্তন করে। জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করে, তখন সকল রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে।
ডিসেম্বর মাসের ২৮ তারিখ কুম্ভ রাশিতে রাত ১১ টা ৪৮ মিনিটে গমন করবে শুক্র গ্রহ। এখানেই রয়েছে শনি গ্রহ। শুক্র ও শনির মিলন হবে। ২৮ জানুয়ারি পর্যন্ত শুক্র একই রাশিতেই থাকবে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের ব্যবসায় লাভ হবে, মনের মানুষের দেখা হবে কাদের। কোন রাশির ব্যক্তিরা রয়েছেন সেই তালিকায়, জানেন।
মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালো সময় শুরু হবে। এই সময়ে শুভ সব কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার ভাগ্যের দ্বার খুলবে আপনার। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। এসময় বেসরকারি চাকরি যারা করছেন তাদের চাকরিতে পদোন্নতি নিশ্চিত।নতুন ব্যবসা শুরু করলে সেখানেও সফলতা আসবে। তাছাড়া পরিবেশ অনুকূলে থাকবে। অলসতা থেকে দূরে থাকুন। এই সময় ভাগ্যের দ্বার খুলবে আপনার। আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। এই সময় লটারি কাটতে পারেন, সেখানেও লাভ হবে আপনার। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। বরের সঙ্গে সুখে সংসার করতে পারবেন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। বছরের শেষ থেকেই আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। এই সময় আপনার সমাজে সম্মান, খ্যাতি যশ বাড়তে থাকবে। এই সময় আপনার কাজের সকল প্রশংসা করবেন। বিবাহিত জীবনে সুখী হবেন আপনি। এসময় সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আপনি। কোনও বড় কাজের সিদ্ধান্ত নিতে পারেন।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় আপনার ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। তাছাড়া আপনি যদি নতুন চাকরিতে বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হবে। শরীরের দিকে যত্ন নেবেন।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিক পরিবেশ অনুকূলে থাকবে। নতুন চাকরি পাবেন। বাবা মায়ের বিশেষ আশীর্বাদে আপনার জীবনেও সফলতা আসবে। এসময় আপনার মায়ের বিশেষ সহযোগিতা পাবেন আপনি। কোনও কাজে পিছিয়ে যাবেন না। নতুন গাড়ি, বাড়ি সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। তবে এসময় নিজেকে শান্ত রেখে সব কাজ করবেন।