Surya Rashi Parivartan 2022: ১৭ অগাস্ট সূর্য , রাশি পরিবর্তন করে নিজের রাশি সিংহতে প্রবেশ করছে। জ্যোতিষীদের মতে সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে সমস্ত রাশির জাতকদের জীবনে প্রভাব পড়বে। তবে তার মধ্যে ৬ রাশির জাতক জাতিকাদের জীবনে অশুভ সময়ে আসার সম্ভাবনা। জানুন, কারা রয়েছে সে তালিকায়।
* মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)
ভুল ফলের জন্য আপনার মন ভারাক্রান্ত থাকতে পারে। কোনও অচেনা মানুষকে টাকা ধার দেবেন না ভুল করেও।
* বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)
কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। এই সময়কালে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন।
* কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)
আর্থিক ক্ষেত্রে সমস্যা হতে পারে। মানসিক চাপ হতে পারে। বাড়ির সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে। যে কোনও পারিবারিক বিষয়ে সতর্ক থাকুন।
* সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)
বাড়িতে উত্তেজনা ও বিবাদের পরিবেশ থাকতে পারে। চোখ এবং হাড়ের সমস্যা এড়িয়ে চলুন। শুভানুধ্যায়ীদের পরামর্শ নিয়ে কাজ করুন।
* কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)
অর্থ সংক্রান্ত সমস্যা হতে পারে। টাকা -পয়সা সম্পর্কিত কোনও কিছুতে গাফিলতি করবেন না।
* কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)
কর্মজীবন, পারিবারিক ও আর্থিক ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন। কুম্ভ রাশির জন্য সময়টা একটু কঠিন হতে চলেছে। নিজের যত্ন নিন।
কাদের জন্য শুভ সময়?
মিথুন, বৃশ্চিক ও মীন রাশির জন্য সূর্যের এই রাশি পরিবর্তন অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে।