জ্যোতিষ মতে, আগামী ১৪ জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে সূর্য। ২৪ জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে বুধ। ফলে বুধ ও সূর্যের মিলনে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। যার প্রভাবে ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের।
তুলা রাশি (Libra):
ভাগ্য চমকাবে তুলা রাশির জাতকদের। কেরিয়ার সাফল্যের যোগ রয়েছে। অর্থলাভ হবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। সমাজে সুনাম বাড়বে।
বৃশ্চিক রাশি (Scorpio):
ভাগ্যোদয় হবে বৃশ্চিক রাশির জাতকদের। চাকরিতে সাফল্য আসবে। আয় বাড়বে। দীর্ঘদিনের কোনও ইচ্ছেপূরণ হতে পারে। ব্যবসায় উন্নতি হবে।
মকর রাশি (Capricorn):
শুভ প্রভাব পড়বে মকর রাশির জাতকদের জীবনে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসা লাভজনক হবে। ধনলাভের যোগ রয়েছে। সব বাধা কেটে যাবে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, বছর শেষের আগে মার্গী হয়েছে বুধ। এর প্রভাবে ২০২৫ সালে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। চাকরি-ব্যবস্যায় দারুণ সাফল্য আসবে বৃশ্চিক,বৃষ ও কন্যা রাশির জাতকদের। জ্যোতিষ মতে, ৩০ বছর পর তৈরি হচ্ছে শশ মহাপুরুষ রাজযোগ। এরফলে শনির কৃপায় ভাগ্য খুলবে বৃষ, তুলা ও মকর রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী বছরের মে মাসে রাশি বদলাবে রাহু। কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহু। এরফলে মেষ, তুলা, সিংহ রাশির জাতকদের কপাল খুলবে।