scorecardresearch
 

Sarvartha Siddhi Yog Horoscope: ধনদৌলত উপচে পড়বে, বিশেষ যোগে মালামাল ৩ রাশি

জ্যোতিষ মতে, আজ সিংহ রাশিতে গমন করেছে চন্দ্র। ফলে তৈরি হয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ। এই যোগের শুভ প্রভাবে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন...

Advertisement
বিশেষ যোগে দারুণ উন্নতি ৩ রাশির। বিশেষ যোগে দারুণ উন্নতি ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আজ সিংহ রাশিতে গমন করেছে চন্দ্র।
  • ফলে তৈরি হয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ।
  • লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা।

জ্যোতিষ মতে, আজ সিংহ রাশিতে গমন করেছে চন্দ্র। ফলে তৈরি হয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ। এই যোগের শুভ প্রভাবে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন...

সিংহ রাশি (Leo): 
 লাভবান হবেন সিংহ রাশির জাতকরা। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায় সাফল্য আসবে। দাম্পত্য জীবন মধুর হবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন। 

মেষ রাশি (Aries): 
কপাল খুলবে মেষ রাশির জাতকদের। চাকরিতে উন্নতি হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। সমাজে সুনাম বাড়বে। সব কাজে সাফল্য পাবেন। 

আরও পড়ুন

কর্কট রাশি (Cancer): 

কপাল খুলবে কর্কট রাশির জাতকদের। ব্যবসায় লাভ করবেন। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। কোনও সুখবর পাবেন। ধনলাভের যোগ রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।


অন্য দিকে, জ্যোতিষ মতে, রোহিণী নক্ষত্রে বিচরণ করছে বৃহস্পতি। আগামী ২০ অগস্ট পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে এই গ্রহ। যার ফলে ভাগ্যোদয় হবে বৃষ, সিংহ, ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, গত ২৯ জুন কর্কট রাশিতে প্রবেশ করেছে বুধ। ১৬ জুলাই ওই রাশিতে প্রবেশ করবে সূর্য। যার ফলে সূর্য এবং বুধের মিলন হবে। তৈরি হবে বুধাদিত্য যোগ। যার প্রভাবে ভাগ্য খুলবে কন্যা, কর্কট, মিথুন রাশির জাতকদের।জ্যোতিষ মতে, আগামী ৩১ জুলাই সিংহ রাশিতে জুটি বাঁধবে শুক্র এবং বুধ। এরফলে তৈরি হবে লক্ষ্মী-নারায়ণ যোগ। যার শুভ প্রভাবে ভাগ্যোদয় হবে সিংহ, বৃশ্চিক এবং কর্কট রাশির জাতকদের। 
 

Advertisement