আগামী মঙ্গলবার হনুমান জয়ন্তী। এই দিনটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। জ্যোতিষ মতে, এই দিনে তৈরি হবে গজলক্ষ্মী রাজযোগ। যার শুভ প্রভাব পড়বে ৩ রাশির জাতকদের জীবনে। জেনে নিন, কোন ৩ রাশির ভাগ্য চমকাবে...
তুলা রাশি (Libra):
গজলক্ষ্মী রাজযোগে ভাগ্য চমকাবে তুলা রাশির জাতকদের জীবনে। অর্থলাভের সুযোগ রয়েছে। দীর্ঘদিনের কোনও ইচ্ছেপূরণ হবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়।
কুম্ভ রাশি (Aquarius):
হনুমান জয়ন্তীতে ভাগ্য খুলবে কুম্ভ রাশির জাতকদের। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। পরিবারে সুখ-সমৃদ্ধি আসবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে।
মিথুন রাশি (Gemini):
লাভবান হবেন মিথুন রাশির জাতকরা। ধনলাভের সুযোগ রয়েছে। ঘরে সুখ-শান্তি বজায় থাকবে। পরীক্ষার্থীদের জন্য ভাল সময়।
অন্য দিকে, জ্যোতিষ মতে, অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২৪ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে শুক্র। তবে তার আগে বর্তমানে মীন রাশিতে রয়েছে শুক্র। সেখানে তৈরি হয়েছে মালব্য রাজযোগ। যার শুভ প্রভাবে ভাগ্য বদলাবে বৃষ, তুলা, সিংহ রাশির জাতকদের। আগামী ২৫ এপ্রিল অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে শুক্র। ৫ মে পর্যন্ত ওই নক্ষত্রেই থাকবে শুক্র। এর প্রভাবে কপাল খুলছে মেষ, কন্যা, মিথুন রাশির জাতকদের।