আর মাত্র কয়েক দিন বাদেই নতুন বছর। জ্যোতিষ মতে, ২০২৫ সালের জানুয়ারি মাসেই ভাগ্য বদলাবে। সাফল্যের মুখ দেখবেন ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...
মেষ রাশি (Aries):
ভাগ্যোদয় হবে মেষ রাশির জাতকদের। সব স্বপ্নপূরণ হবে। কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে। ব্যবসায়ীরা লাভবান হবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
সিংহ রাশি (Leo):
ভাগ্য বদলাবে সিংহ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। সব বাধা কেটে যাবে। পড়ুয়াদের জন্য ভাল সময়। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে।
কন্যা রাশি (Virgo):
কপাল খুলবে কন্যা রাশির জাতকদের। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায় সাফল্য আসবে। দাম্পত্য সুখ বাড়বে। ধনলাভের যোগ রয়েছে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, ২০২৫ সালে কুম্ভ রাশিতে যাত্রা শেষ করে মীন রাশিতে প্রদেশ করবে শনি। বেশ কয়েকটি রাশির সাড়ে সাতি দশা শেষ হয়ে যাবে। শনির চালে নতুন বছরে মেষ, বৃষ ও কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, ২০২৫ সালের ১৮ মে রাশি বদলাবে রাহু। কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। যার ফলে কপাল খুলবে বৃষ, মিথুন ও কুম্ভ রাশির জাতকদের।