scorecardresearch
 

Sun Transit August Horoscope: সুখ-সম্পদ লাভ হবে, অগস্টে সূর্যের কৃপায় বিরাট উন্নতি ৩ রাশির

জ্যোতিষ মতে, অগস্ট মাসে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। আগামী ১৬ অগস্ট সূর্যের গোচর হবে। ওই রাশিতে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে সূর্য। যার প্রভাবে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন...

Advertisement
সূর্যের গোচরে কপাল খুলবে ৩ রাশির। সূর্যের গোচরে কপাল খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, অগস্ট মাসে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য।
  • আগামী ১৬ অগস্ট সূর্যের গোচর হবে।
  • লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা।

জ্যোতিষ মতে, অগস্ট মাসে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। আগামী ১৬ অগস্ট সূর্যের গোচর হবে। ওই রাশিতে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে সূর্য। যার প্রভাবে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন...

মেষ রাশি (Aries): 

শুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতকদের জীবনে। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীরা লাভবান হবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

আরও পড়ুন

সিংহ রাশি (Leo): 
 ভাগ্য বদলাবে সিংহ রাশির জাতকদের। চাকরিতে সাফল্য আসবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। পড়ুয়াদের জন্য ভাল সময়। ঘরে সুখ-সমৃদ্ধি আসবে।


কর্কট রাশি (Cancer): 

কপাল খুলবে কর্কট রাশির জাতকদের। সব কাজে সাফল্য আসবে। দীর্ঘদিনের কোনও ইচ্ছেপূরণ হতে পারে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। 


অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৩১ জুলাই সিংহ রাশিতে জুটি বাঁধবে শুক্র এবং বুধ। এরফলে তৈরি হবে লক্ষ্মী-নারায়ণ যোগ। যার শুভ প্রভাবে ভাগ্যোদয় হবে সিংহ, বৃশ্চিক এবং কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আজ থাকছে গজকেশরী যোগের শুভ প্রভাব। এই বিশেষ যোগে নারায়ণের আশীর্বাদ পাবেন বৃষ, তুলা এবং মকর রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ৯ অক্টোবর বক্রি হবে বৃহস্পতি। ৪ ফেব্রুয়ারি ২০২৫ সাল পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এই গ্রহ। যার ফলে কপাল খুলবে বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকদের। রোহিণী নক্ষত্রে বিচরণ করছে বৃহস্পতি। আগামী ২০ অগস্ট পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে এই গ্রহ। যার ফলে ভাগ্যোদয় হবে বৃষ, সিংহ, ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, বৃষ রাশিতে রয়েছে বৃহস্পতি। ২০২৫ সালের ১৩ মে পর্যন্ত এই রাশিতে থাকবে দেবগুরু। বৃহস্পতির এই গোচরে কুবের রাজযোগ তৈরি হয়েছে। যার শুভ প্রভাব পড়বে মেষ, সিংহ এবং কর্কট রাশির জাতকদের জীবনে।
 

Advertisement

Advertisement