জ্যোতিষ মতে, গত ১৯ মে বৃষ রাশিতে প্রবেশ করেছে শুক্র। যার ফলে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হয়েছে। এই যোগের শুভ প্রভাবে ভাগ্যোদয় হবে ৩ রাশির জাতকদের। জেনে নিন...
কর্কট রাশি (Cancer):
কেন্দ্র ত্রিকোণ রাজযোগের কৃপায় ভাগ্যের চাকা ঘুরবে কর্কট রাশির জাতকদের। অর্থলাভের সুযোগ রয়েছে। ঘরে সুখ-সমৃদ্ধি আসবে। ব্যবসায়ীরা দারুণ উন্নতি করবেন।
সিংহ রাশি (Leo):
লাভের মুখ দেখবেন সিংহ রাশির জাতকরা। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায় সাফল্য পাবেন। দাম্পত্য জীবন মধুর হবে।
বৃশ্চিক রাশি (Scorpio):
ভাল সময় কাটবে বৃশ্চিক রাশির জাতকদের। চাকরিতে সাফল্য পাবেন। আয় বাড়বে। ধনলাভের যোগ রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৩১ মে বৃষ রাশিতে প্রবেশ করছে বুধ। ওই রাশিতে আগে থেকেই রয়েছে শুক্র। ফলে বুধ এবং শুক্রের মিলন হবে। এর ফলেই তৈরি হবে লক্ষ্মী-নারায়ণ যোগ। এই বিশেষ যোগের শুভ প্রভাব পড়বে মেষ, মীন এবং কন্যা রাশির জাতকদের জীবনে। জ্যোতিষ মতে, জুন মাসের শেষে মিথুন রাশিতে উদয় হবে শুক্রের। এই গ্রহের উদয়ে কপাল খুলবে তুলা, সিংহ এবং মিথুন রাশির জাতকদের।জ্যোতিষ মতে, মে মাসের শেষ সপ্তাহে বৃষ রাশিতে সূর্য, শুক্র, বৃহস্পতি এবং বুধ অবস্থান করবে। ফলে বৃষ রাশিতে তৈরি হবে চতুর্গ্রহী যোগ। এই যোগের প্রভাবে জীবন বদলাবে বৃষ, সিংহ এবং তুলা রাশির জাতকদের।