scorecardresearch
 

Palmistry: হাতের রেখায় এই চিহ্নগুলি থাকলেই কেল্লাফতে, কোন রেখায় বিপদ? বিশদে জানুন

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক জন মানুষের জীবন কোন খাতে বইবে, তার অনেকটাই আন্দাজ পাওয়া যায় তাঁর হাতের রেখা দেখে। হাতের রেখা কেমন, তা দেখে বোঝা যায়, কোনও ব্যক্তি ভাগ্যবান নাকি তাঁর বিপদের সম্ভাবনা রয়েছে। 

Advertisement
প্রতীকী চিত্র। প্রতীকী চিত্র।
হাইলাইটস
  • হাতের রেখাতেই লুকিয়ে রয়েছে আপনার ভবিষ্যৎ কাহিনি
  • হস্তরেখাবিদ্যা অনুযায়ী, যাঁদের হাতে সুস্পষ্ট রেখা, তাঁরা ভাগ্যবান হন।
  • কারও হাতে যদি ছোট রেখার জাল থাকে, তা হলে সেই ব্যক্তি মানসিক চিন্তায় ভুগতে পারেন।


এ যেন হাত দিয়ে যায় চেনা! হাতের রেখাতেই লুকিয়ে রয়েছে আপনার ভবিষ্যৎ কাহিনি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক জন মানুষের জীবন কোন খাতে বইবে, তার অনেকটাই আন্দাজ পাওয়া যায় তাঁর হাতের রেখা দেখে। হাতের রেখা কেমন, তা দেখে বোঝা যায়, কোনও ব্যক্তি ভাগ্যবান নাকি তাঁর বিপদের সম্ভাবনা রয়েছে। 

হস্তরেখাবিদ্যা অনুযায়ী, যাঁদের হাতে সুস্পষ্ট রেখা, তাঁরা ভাগ্যবান হন। কারও হাতে যদি ছোট রেখার জাল থাকে, তা হলে সেই ব্যক্তি মানসিক চিন্তায় ভুগতে পারেন। রেখার উপর যদি কোনও দ্বীপ চিহ্ন থাকে, তা হলে তাকে অশুভ বলে মনে করা হয়। আবার কারও হাতে জীবনরেখার শেষে দ্বীপ চিহ্ন থাকলে, তা খারাপ। হাতে একাধিক শাখাযুক্ত রেখা থাকলেও ভাল নয়। 

এ বার জেনে নিন, হাতে কোন ধরনের রেখা কীসের ইঙ্গিত দেয়...

* কারও হাতে যদি দুর্বল এবং সুক্ষ্ম রেখা থাকে, তা হলে তা অশুভ। 
* রেখার পথে বর্গের চিহ্ন থাকলে, তা শুভ বলে মনে করা হয়। 
* রেখায় যদি দ্বীপ চিহ্ন তৈরি হয়, তা হলে তা অশুভ। 
* রেখার উপর বিন্দু বা তিল থাকাও ভাল নয়। 
* কোনও স্পষ্ট রেখা এগোতে এগোতে হঠাৎ যদি এক জায়গায় এসে থেমে যায়, তা হলে তা দুর্ঘটনার ইঙ্গিত দেয়। 
* হাতে যে সব রেখা সুন্দর এবং লাল আভাযুক্ত হয়, তা কোনও ব্যক্তির সৌন্দর্যকে ইঙ্গিত দেয়। 
*কোনও রেখায় যদি ত্রিভূজাকৃতি চিহ্ন থাকে, তা হলে লাভবান হতে পারেন। 
* কোনও ব্যক্তির হাতে রুক্ষ রেখা থাকলে, সেই ব্যক্তি সাহসী হয়। তবে তাঁরা আর্থিক ভাবে সচ্ছ্বল হন না। 
* কারও হাতের রেখা নীল বা কালো হলে, তাঁরা দু:খী হন। 
* রেখায় ত্রিশূলের চিহ্ন, মন্দিরের আকৃতি এবং মাছের চিহ্ন থাকলে, তা শুভ বলে মনে করা হয়। 
* মধুর রঙের মতো রেখা হলে সেই ব্যক্তি সুখে জীবন কাটান। 

Advertisement


আপনার হাতে কি এই চিহ্নগুলি রয়েছে? মিলিয়ে নিন। 

TAGS:
Advertisement