২০২৩ সাল শেষ হতে আর বেশি দেরি নেই। মাত্র ক'টা দিন। তার পরেই বিদায় নেবে ২০২৩। হাজির হবে নতুন বছর ২০২৪। এই বছর যেমনই কাটুক না কেন। নতুন বছর যাতে ভাল কাটে, সেই কামনা করে থাকেন সকলে। নতুন বছর যাতে ভাল কাটে, সে জন্য অনেকে পুজো করেন। আবার কেউ মন্দিরে যান। কেউ আবার জ্যোতিষীর দ্বারস্থ হন। তবে নতুন বছর যাতে আপনাকে সঙ্গ দেয়, সে জন্য এত ঝক্কি না পোহালেও হয়। খালি মেনে চলুন বাস্তুশাস্ত্র। এটা মানলে অনেক সমস্যা থেকেই মুক্তি পাবেন।
বাস্তুশাস্ত্রে এমন কিছু নিয়ম রয়েছে, যা মানতে পারলেই নানা সমস্যা থেকে রেহাই পাবেন। সুখ ধরা দেবে আপনার ঘরে। জীবন আরও সমৃদ্ধ হবে। তা হলে জেনে নিন, কোন কোন নিয়মগুলি মেনে চললে নতুন বছর আপনার আলোময় হয়ে থাকবে।
এই নিয়মগুলি মেনে চলুন...
* বাড়ির মূল দরজার পাশে কখনওই আবর্জনা জমতে দেবেন না। সবসময় পরিষ্কার রাখবেন।সদর দরজার সামনেই জুতো রাখবেন না। বাড়ির মূল প্রবেশ পথ যেন পরিচ্ছন্ন থাকে। বাড়িতে গৃহদেবতার পুজোর আগে রোজ গঙ্গাজল ছেটান। এতে গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটে। আর ঘরে লক্ষ্মী এলে সব সমস্যাই তো দূর হয়ে যায়। আর্থিক উন্নতি জোরদার হয়। সুখশান্তি বজায় থাকে।
* প্রতিদিন সন্ধ্যায় তুলসীমঞ্চে প্রদীপ জ্বালান। মোমবাতিও জ্বালাতে পারেন। এটি অত্যন্ত শুভ। এছাড়াও বাড়ির মূল দরজার পাশে প্রদীপ জ্বালালেও সুফল মিলবে।
* প্রতিদিন বাড়ি পরিষ্কার রাখুন। ঘর মোছার সময় জলের মধ্যে অল্প নুন মিশিয়ে নিন। এতে বাড়ি থেকে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে যাবে। ফলে সমস্যা মিটে যাবে। তবে রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার এই কাজ করবেন না।
* বাড়িতে পুজোর সময় কর্পূরের আরতি করুন। কর্পূরের গন্ধ শুভ। কর্পূর থেকে যে ধোঁয়া বার হয়, তা শুভ। এতে কেরিয়ারে উন্নতি হয়।
* রাতে ঘুমতো যাওয়ার আগে ভাল করে পা ধুয়ে নিন। তার পরে পা শুকিয়ে ঘুমোতে যান। এতে সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। ভোরবেলা দেখবেন নিজেকে পজিটিভ লাগছে। এতে আপনি লাভবান হবেন।
* বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালি পড়ুন। পাঠ করতে পারেন কনকধারা স্তোত্র। এতে আর্থিক দিক থেকে লাভবান হবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। সাঁইবাবার ব্রতকথাও পড়তে পারেন বৃহস্পতিবার।
এই নিয়মগুলি মেনে চলতে পারলেই নতুন বছরে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে। লাভবান হবেন আর্থিক দিক থেকে।