scorecardresearch
 

International Women's Day 2023 : ময়দান থেকে বিনোদন, বাংলার এই তরুণীরা এখন সাফল্যের শীর্ষে

সভ্যতার সেই আদিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত, অগ্রগতির প্রতিটি ধাপে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নারীরাও তো লড়াই কম করেননি। মা-মেয়ে-স্ত্রী বা প্রেমিকা, সব চরিত্রেই নিজেদের উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন নারীরা। গোটা বিশ্বের পাশাপাশি এই বাংলাতেও কিন্তু কোনও অংশে পিছিয়ে নেই নারীরা। বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন তাঁরা। এই প্রতিবেদনে তাই বাংলার তেমনই কিছু নারীকে নিয়ে আলোচনা করা হবে, যাঁরা সাম্প্রতিককালে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ সাফল্যের পরিচয় দিয়েছেন। 

Advertisement
তিতাস সাধু, ঝিলম গুপ্তা, অরুণিতা কাঞ্জিলাল (বাামদিক থেকে) তিতাস সাধু, ঝিলম গুপ্তা, অরুণিতা কাঞ্জিলাল (বাামদিক থেকে)
হাইলাইটস
  • আজ আন্তর্জাতিক নারী দিবস
  • বাংলার এই মেয়েরা বর্তমানে সাফল্যের শীর্ষে
  • জেনে নিন তাঁদের কথা

৮ মার্চ, অর্থাৎ খাতায় কলমে আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day)। কিন্তু সত্যিই কি নারীদের জন্য আদৌ আলাদা কোনও দিন হয়? কারণ সভ্যতার সেই আদিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত, অগ্রগতির প্রতিটি ধাপে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নারীরাও তো লড়াই কম করেননি। মা-মেয়ে-স্ত্রী বা প্রেমিকা, সব চরিত্রেই নিজেদের উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন নারীরা। গোটা বিশ্বের পাশাপাশি এই বাংলাতেও কিন্তু কোনও অংশে পিছিয়ে নেই নারীরা। বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন তাঁরা। এই প্রতিবেদনে তাই বাংলার তেমনই কিছু নারীকে নিয়ে আলোচনা করা হবে, যাঁরা সাম্প্রতিককালে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ সাফল্যের পরিচয় দিয়েছেন। 

তিতাস সাধু, হৃষিতা বসু ও রিচা ঘোষ - সম্প্রতি অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ভারত। সেই দলে ছিলেন বাংলার ৩ কন্যা। তাঁরা হলেন তিতাস সাধু (Titas Sadhu), হৃষিতা বসু (Hrishita Basu) ও রিচা ঘোষ (Richa Ghosh)। এদের মধ্যে তিতাসের বাড়ি হুগলির চুঁচুড়ায়। ঋষিতা হাওড়ারর বালিটিকুরির মেয়ে। আর রিচা শিলিগুড়ির সুভাষ পল্লির বাসিন্দা। এর মধ্যেও ফাইনালে ভারতের জয়েক নেপথ্যে বিশেষ ভূমিকা ছিল তিতাস সাধুর। 

অরুণিতা কাঞ্জিলাল - মুম্বইতে সঙ্গীত তথা চলচ্চিত্রের দুনিয়ায় বরাবরই দাপটের সঙ্গে কাজ করে এসেছেন বাঙালিরা। বিভিন্ন রিয়ালিটি শো-তেও তার প্রমাণ পাওয়া গিয়েছে। জনপ্রিয় রিয়ালিডি শো ইন্ডিয়ান আইডলের দ্বাদশ সিজিনেও প্রমাণিত হয়েছে সেই কথা। প্রতিযোগিতায় নিজের সুরেলা কণ্ঠের জাদুতে সকলের মন জয় করেন বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলাল (Arunita Kanjilal)। প্রতিযোগিতা প্রথম রানা-আপ হন তিনি। তবে চ্যাম্পিয়ান হতে না পারলেও মুম্বই তথা গোটা দেশের সঙ্গীত জগতে এখন রীতিমতো পরিচিত মুখ অরুণিতা। 

ঝিলম গুপ্তা - বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবারদের রমরমা। কার্যত নয়া একটি পেশ হয়ে দাঁড়িয়েছে এটি। আর সেই কাজেই ব্যাপক জনপ্রিয় মুখ ঝিলম গুপ্তা (Jhilam Gupta)। তাঁর তৈরি বিভিন্ন কন্টেন্ট ইউজারদের কাছে খুবই পছন্দের। এমনকী হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন তিনি। 

Advertisement

ইনা সিং - নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। গ্রেফতার বহু নামী ব্যক্তিত্ব। আর এরই মাঝে গত বছরের শেষের দিকে প্রাথমিক টেটের আয়োজন করে পর্ষদ। গত মাসে পরীক্ষার ফল প্রকাশিত হয়। সেই ফলাফলে দেখা যায় প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের ইনা সিং (Ina Singh)। ৬ লক্ষরও বেশি পরীক্ষার্থীকে পিছনে ফেলে দিয়ে ইনার প্রথম হওয়া যথেষ্টই কৃতিত্বের বলে মত শিক্ষামহলের। 

আরও পড়ুন - হার্ট মজবুত রাখে, দূর করে ক্লান্তি; উপকার জানলে এই সবজির বীজ আর ফেলবেন না...

 

Advertisement