Old Flames Market: প্রেমে ব্যর্থ হওয়া বা দাগা খাওয়াটা নতুন বা বিশেষ কোনও ব্যাপার নয়। কিন্তু তাই বলে প্রেমের সম্পর্কে থাকাকালীন পাওয়া উপহার, ওই পর্বে লেখা কবিতা-গান বা সে সময়ে তোলা ছবি পর্যন্ত কেনা-বেচা হয় নাকি? হয় বইকি! একেবারে খোলা বাজারে ফুটে ফেলে, মাচা করা দোকানে ঢেলে বিক্রি হয় ব্যর্থ প্রেমের সব ‘বাতিল’ জিনিস। বিক্রি হয় ওল্ড ফ্লেমস মার্কেটে (Old Flames Market)।
আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়া নির্ভর ভার্চুয়াল সম্পর্কের যুগে প্রেম-ভালবাসার মেয়াদ মোবাইল ফোনের রিচার্জ ফুরিয়ে যাওয়ার আগেই ফুরিয়ে যায়। দু’মাস, তিন মাস বা কোনও রকমে বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সম্পর্ক। কিন্তু মৃত্যু নিশ্চিত জেনেও যেমন ভাবে বাঁচার ইচ্ছে মোহতে পরিনত হয়, তেমনই সম্পর্কের মেয়াদ যতই কম হোক না কেন, উপহার দেওয়া-নেওয়ার চল আজও রয়েছে! কিন্তু প্রেম ফুরালেও থেকে যায় প্রাক্তনের দেওয়া উপহারগুলি, থেকে যায় স্মৃতি-মাখা কবিতা, গান, ছবি, কার্ড। এই সমস্ত ব্যর্থ প্রেমের বাতিল উপহারগুলি কেনা-বেচা হয় ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের ওল্ড ফ্লেমস মার্কেটে।
ভিয়েতনামের হ্যানয়ে অবস্থিত এই বাজারের বয়স সবে মাত্র ছয় বছর। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে চালু হয়েছিল এই ‘ওল্ড ফ্লেমস মার্কেট’। কিন্তু এই বাজার চালু হওয়ার অল্প দিনের মধ্যেই ব্যর্থ প্রেমের স্মৃতি-মাখা ডায়রি, রুমাল, ফুলদানি, কার্ড আরও কত কিছুতে ভরে ওঠে ওল্ড ফ্লেমস মার্কেটের দোকানিদের গ্যালারি।
প্রাক্তনের দেওয়া উপহারগুলি রাগ করে রাস্তা-ঘাটে ফেলে না দিয়ে বা পুড়িয়ে না ফেলে সেগুলি এই ওল্ড ফ্লেমস মার্কেটে এসে বেচে দেন ভিয়েতনামের ব্যর্থ প্রেমিক-প্রেমিকারা। অধিকাংশ সময়েই প্রাক্তনের দেওয়া উপহারগুলি জলের দরেই ছেড়ে দিয়ে ‘মায়া কাটান’ যুবক-যুবতীরা।
কী পাওয়া যায় এই ওল্ড ফ্লেমস মার্কেটে?
প্রেমে নিবেদিত বাহারি মানিব্যাগ, কিছুটা খরচ হওয়া সুগন্ধি, বাসি অনুভূতি-মাখা কার্ড (যা আসলে প্রেমপত্রের বিকল্প), নানা রঙের টেবিল-বাতি, ঘড়ি, বাহারি পুতি-পাথরের সস্তা গয়না, পুরনো বই, কবিতার খাতা, প্রেম পর্বের ডায়রি-সহ প্রেমে উপহার দেওয়ার মতো প্রায় সব কিছুই এখানে পাওয়া যায়।
কারা কেনেন এই সব ব্যর্থ প্রেমের ‘বাতিল’ উপহার?
প্রেমে ব্যর্থ হয়ে না হয় ভিয়েতনামের যুবক-যুবতীরা তাদের প্রাক্তনের দেওয়া উপহারগুলি বেচে দিয়ে পুরনোর মায়া কাটান। কিন্তু এই সব বাতিল, ব্যথা-মাথা উপহার কেনেন কারা? হ্যানয়ের ওল্ড ফ্লেমস মার্কেটে ঘুরলেই বোঝা যায় যে, প্রেমের বাতিল উপহারের চাহিদাও নেহাত কম নয়! এই বাজারের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা, ঘড়ি, বাহারি সস্তার গয়না, পুরনো বই, ডায়রি, মানিব্যাগ ইত্যাদি কিনতেও এখানে নিয়মিত ভিড় করেন অসংখ্য মানুষ।
মজার ব্যাপার হল, কলকাতার গড়িয়াহাট বা হাতিবাগানের হকারদের থেকে কেনা জিনিসপত্রের মতোই রীতিমতো দরদাম করে এগুলি কিনে নিয়ে যান অসংখ্য মানুষ। বিচিত্র এই বাজারে দরদাম করে বাতিল উপহারের কেনা-বেচা দেখতেও ফি বছর দেশ-বিদেশ থেকে ওল্ড ফ্লেমস মার্কেটে ছুটে আসেন হাজার পর্যটক।
ছবি: Getty Images।