scorecardresearch
 

Swami Vivekananda Birthday: অঙ্কে কত পেয়েছিলেন নরেন্দ্রনাথ? পরীক্ষার নম্বরই সব নয়, প্রমাণ স্বামীজি

স্বর্গীয় রূপের তরুণ সন্ন্যাসীর দানবীয় কর্মকাণ্ড নিয়ে গবেষণা, লেখালেখি তো কম নেই। তাঁর দর্শন, চিন্তা, বাণী। চর্চার অন্ত নেই। তা স্বামী বিবেকানন্দকে আপনি কী বলবেন? মেধাবী? অসীম প্রতিভাশালী? বিশেষণগুলি খুবই ক্লিশে। পরীক্ষায় নম্বর যদি মেধার মাপকাঠি হয়ে থাকে, তাহলে কিছু আলোচনার অবকাশ থেকেই যায়। যখন নরেন্দ্রনাথ দত্তের বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখি।

Advertisement
স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ
হাইলাইটস
  • নরেন্দ্রনাথ ও মেধা: বিশেষণগুলি খুবই ক্লিশে
  • কেমন ছিল বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের রেজাল্ট 
  • আমাদের স্বামীজি রয়েছেন

Swami Vivekananda Birthday: মেধাবী কাকে বলে? স্কুল, কলেজে দুর্দান্ত রেজাল্ট? এক নিমেষে জ্যামিতির এক্সট্রা কষে ফেলা। ভীষণ ধোঁয়াশা। শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথ লিখছেন, 'The highest education is that which does not merely give us information but makes our life in harmony with all existence.' আর এই 'merely give us information'-এই লুকিয়ে মেধাবীর সংজ্ঞা। বস্তুত,  মেধার সঙ্গে প্রতিভা সম্পর্কটা অনেকটা সেই ক্ষার ও ক্ষারকের সম্পর্কের মতো। সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তেমনই, সকল প্রতিভাবান মেধাবী হতেই পারে। সকল মেধাবী সর্বদা প্রতিভাবান হয় না। '12th Fail' ছবিটি দেখার পরে যাঁরা বাহবা দিয়ে সোশ্যাল মিডিয়া ভরাচ্ছেন, ৫০০ শব্দের মনোজ্ঞ প্রবন্ধও লিখে ফেলছেন ফেবু-তে, তাঁরাও তো ছেলেমেয়েদের নম্বরের পিছনেই দৌড়তে বলছেন। সিস্টেম বড় বিষম বস্তু। অতঃপর...

নরেন্দ্রনাথ ও মেধা: বিশেষণগুলি খুবই ক্লিশে

স্বর্গীয় রূপের তরুণ সন্ন্যাসীর দানবীয় কর্মকাণ্ড নিয়ে গবেষণা, লেখালেখি তো কম নেই। তাঁর দর্শন, চিন্তা, বাণী। চর্চার অন্ত নেই। তা স্বামী বিবেকানন্দকে আপনি কী বলবেন? মেধাবী? অসীম প্রতিভাশালী? বিশেষণগুলি খুবই ক্লিশে। পরীক্ষায় নম্বর যদি মেধার মাপকাঠি হয়ে থাকে, তাহলে কিছু আলোচনার অবকাশ থেকেই যায়। যখন নরেন্দ্রনাথ দত্তের বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখি।

আরও পড়ুন

স্বামী বিবেকানন্দ
স্বামী বিবেকানন্দ

কেমন ছিল বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের রেজাল্ট 

স্বামীজিকে নিয়ে বিপুল গবেষণা করা সাহিত্যিক শংকরের লেখায় দেখা যাচ্ছে, নরেন্দ্রনাথ দত্তের বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট আহা মরি ছিল না। শংকর লিখছেন,'সুখী সংসারের সভ্য হিসেবেই বিলু বিশ্ববিদ্যালয়ের তিনটে পরীক্ষা দিয়েছিল–এনট্রান্স, এফ এ এবং বি এ। পরীক্ষায় ফলাফল কিন্তু তেমন চিত্তাকর্ষক হয়নি। ইংরিজি ভাষায় যিনি আমেরিকা এবং ইংলন্ড জয় করবেন, তার ইংরিজিতে নম্বর এন্ট্রান্সে ৪৭, এফ এ তে ৪৬ এবং বি এতে ৫৬। এফ এ এবং বি এ তিনি দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ।'

Advertisement

লেখকের গবেষণায় এনট্রান্স, এফ এ এবং বি এ পরীক্ষায় নরেন্দ্রনাথের রেজাল্টের উল্লেখ রয়েছে। এন্ট্রান্সে তিনি পেয়েছিলেন, ইংরিজিতে ৪৭, দ্বিতীয় ভাষায় ৭৬, ইতিহাসে ৪৫, অঙ্কে ৩৮। মোট ২০৬। 

বিশ্ববিদ্যালয়ের এফএ পরীক্ষায় ইংরেজিতে পেয়েছিলেন ৪৬, দ্বিতীয় ভাষায় ৩৬, ইতিহাসে ৫৬, অঙ্কে ৪০, লজিকে ৫০-এর মধ্যে ১৭, সাইকোলজিতে ৫০-এ ৩৪। মোট প্রাপ্ত নম্বর ২২৯। 

বিএ পরীক্ষায় ইংরেজিতে নরেন্দ্রনাথ দত্ত পেয়েছিলেন ৫৬, দ্বিতীয় ভাষায় ৪৩, অঙ্কে ৬১, ইতিহাসে ৫৬, ফিলোজফিতে ৪৫। মোট প্রাপ্ত নম্বর ২৬১। 

স্বামী বিবেকানন্দ
স্বামী বিবেকানন্দ

আমাদের স্বামীজি রয়েছেন

এখানেও অনুপ্রেরণা। যে ছেলেটি বা মেয়েটি রেজাল্ট ভাল করতে পারছে না দিনের পর দিন। যে মা, বাবারা দিনরাত সন্তানের পড়াশোনা নিয়ে হতাশাগ্রস্ত। স্বামী বিবেকানন্দ তাঁদের সবার অনুপ্রেরণা। প্রাতিষ্ঠানিক নম্বর ও জীবনের নম্বর মেলে না। কিন্তু সিস্টেমের ফাঁদ যে বড় বিপজ্জনক। আর ওই ফাঁদেই পা দিচ্ছে আপামর ছাত্র-ছাত্রী, মা-বাবা।

স্বামী বিবেকানন্দ
স্বামী বিবেকানন্দ

 

তা ছাড়া উপায় কী? উপায় আছে। আমাদের একজন আস্ত স্বামী বিবেকানন্দ আছেন। ঘরের ছেলে। ধুত্তোর  '12th Fail'! 

ঋণ স্বীকার: অচেনা অজানা বিবেকানন্দ, শংকর

Advertisement