শুক্রবার দিল্লিতে 'অ্যাজেন্ডা আজতক'-এ (Agenda Aaj Tak 2024) যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি৷ সেখানেই রাজনৈতিক দলগুলোর বিনামূল্যের নানা স্কিমের বিষয়ে তিনি নিজের মতামত জানাতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেন, 'আমাদের দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা উচিত। এতে দেশের নাগরিকরা উপকৃত হবেন। প্রত্যেকের সন্তান যেন সুশিক্ষা পায়, গ্রামে স্কুল-হাসপাতাল থাকে। জল পাওয়া উচিত। এসব জিনিসে মানুষের ভাল হয়।' নিতিন গড়করি আরও বলেন, 'সমস্যা কী, এক দল যখন বিতরণ শুরু করেছে, সবাই তা করতে শুরু করেছে। এখন সবাইকে একসঙ্গে ভাবতে হবে, দীর্ঘ মেয়াদের জন্য কিছু ভাবতে হবে নাকি এভাবে মানি অর্ডার পাঠানো চালিয়ে যেতে হবে। জনগণের উন্নতি হলে রাজনৈতিক দলগুলোর উন্নতি হবে।'