scorecardresearch
 
Advertisement

Artist Paresh Maity Exhibition: শহরে পরেশ মাইতির পেইন্টিং প্রদর্শনী! হাজির প্রসেনজিৎ, শীর্ষেন্দু সহ অন্যান্য তারকারা

Artist Paresh Maity Exhibition: শহরে পরেশ মাইতির পেইন্টিং প্রদর্শনী! হাজির প্রসেনজিৎ, শীর্ষেন্দু সহ অন্যান্য তারকারা

ভেনিস, লন্ডন, বেনারস কিংবা তিলোত্তমা কলকাতা। যদি প্রায় গোটা বিশ্ব দেখা যায় একই ছাদের তলায়, তাহলে কেমন হয়? সেই সুযোগই করে দিয়েছেন শিল্পী পরেশ মাইতি। তমলুকের ছেলে পরেশ মাইতির নাম গোটা বিশ্বের শিল্পী মহলে পরিচিত। বর্তমানে দিল্লির বাসিন্দা হলেও কলকাতাতে চলছে তাঁর পেইন্টিং প্রদর্শনী। দক্ষিণ কলকাতার সিমা গ্যালারিতে শুরু হল শিল্পীর নতুন প্রদর্শনী 'ইনফিনিট লাইট'। হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ অন্যান্য তারকারা। এদেশের কোনও শিল্পীর সবচেয়ে বড় একক প্রদর্শনী -'ইনফিনিট লাইট'। টানা পাঁচ মাস ধরে চলছে প্রদর্শনী, যেখানে ক্যানভাসে তুলির টানে ফুটে উঠেছে দেশের চারটি শহরে। দিল্লি, মুম্বই, কলকাতা এবং বেঙ্গালুরু মিলিয়ে দেখানো হচ্ছে মোট ৪৫০ শিল্পকর্ম।

Artist Paresh Maity exhibition in Kolkata on Infinite Light theme.

Advertisement