বালেশ্বরের বিভীষিকাময় ওই সন্ধ্যায় করমণ্ডল ও বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে সব কিছু তেমনই ছিল। দূরপাল্লার ট্রেন সফরের যাত্রীদের দিনযাপন যেমন হয়। কে জানতো, ওদিকে মৃত্যু প্রায় কাছেই এসে গিয়েছে। এক মুহূর্ত। সব শেষ। ওলটপালট হয়ে যাওয়া দুটি ট্রেনের বগির স্তূপের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে গেল জীবনখাতার প্রতিটি পাতা। রেল দুর্ঘটনায় পাওয়া গেছে একটি ডায়েরির ছেড়া পাতা। তাতে লেখা ভালবাসার এই কবিতা। পাওয়া যায়নি কবিতার স্রষ্ঠাকে। জানা যায়নি তার পরিচয়। হয়তো ট্রেন দুর্ঘটনা কী ভালবাসার সমাপ্তি ঘটিয়ে দিল। একটা নয় আরও লেখা রয়েছে 'ভালবাসা দিয়ে তাকে চাই সর্বদা আছো তুমি আমার মনের সঙ্গে'।
Odisha Train Accident Latest Updates