জলপাইগুড়িতে সতীপিঠ বোদাগঞ্জে ভ্রামরী দেবীর মন্দির থেকে শিলিগুড়ি যাওয়ার যে রাস্তাটি বৈকুণ্ঠপুর জঙ্গল ঘেঁষে প্রত্য়ন্ত পাড়া গাঁয়ের মধ্য দিয়ে এগোচ্ছে, তার মধ্যে একটি ছোট্ট কিন্তু সমৃদ্ধ জনপদ সিপাইপাড়া। যাঁরা বছর দশেক আগে এই এলাকায় ঘুরে গিয়েছেন, তাঁরা যদি এখন আসেন আর মোটেও চিনতে পারবেন না। এক সময় হলুদ পাকা ধানের খেত দোল খেত যে এলাকায় সে এলাকায় এখন এক কাঠা জমিও নেই, যেখানে ধান চাষ হয়। শুধু ধান কেন, মরশুমি সবজি, পাট, আখ প্রায় উঠেই গিয়েছে। নিজেদের খাওয়ার জন্য কেউ কেউ বোনে বটে তবে, তা না-এর শামিল। তার বদলে এখন খেতের দখল নিয়েছে চা-গাছ।