scorecardresearch
 
Advertisement

New Medicine For HIV: HIV-র চিকিৎসা আবিষ্কার, দুটো ইনজেকশনে মেয়েদের আর রোগ হবে না

New Medicine For HIV: HIV-র চিকিৎসা আবিষ্কার, দুটো ইনজেকশনে মেয়েদের আর রোগ হবে না

HIV নামটা শুনলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে যায়। কারণ এখনও এই HIV-তে আক্রান্ত হলে ট্রিটমেন্ট থাকলেও পুরোপুরি সেরে ওঠার নজির বড় একটা নেই। কিন্তু এবার সেই HIV নিয়েই বড়সড় খবর সামনে এল। জানা গিয়েছে এমন একটি ওষুধ আবিষ্কার হয়েছে যেটি নিলে ১৬ থেকে ২৫ বছর বয়সী মহিলারা আর HIV-তে আক্রান্ত হবেন না। জানা গিয়েছে ক্লিনিকাল ট্রায়ালে দক্ষিণ আফ্রিকা ও উগান্ডায় RANDOMLY ২,১৩৪ জন মহিলার উপর প্রয়োগ করা হয়েছিল এই নতুন ওষুধ।

New Medicine For HIV

Advertisement