scorecardresearch
 
Advertisement

Sahitya aajtak kolkata 2023: 'মানসিক স্বাস্থ্য সমস্যা অনেকের কাছেই এখনও ‘সোশ্যাল স্টিগমা’র মতো'

Sahitya aajtak kolkata 2023: 'মানসিক স্বাস্থ্য সমস্যা অনেকের কাছেই এখনও ‘সোশ্যাল স্টিগমা’র মতো'

শুক্রবার সাহিত্য আজতক কলকাতা ২০২৩ (Sahitya AajTak Kolkata 2023)-এর মঞ্চে সাহিত্য, শিল্প, উদ্বেগ এবং ব্যবসা শীর্ষক আলোচনায় উদ্যোগপতি, প্যাটন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় বুধিয়া (Sanjay Budhia) মানসিক স্বাস্থ ও মানসিক সমস্যা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। প্যাটন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরের মতে, শারীরিক সমস্যায় আমরা চিকিৎসকের কাছে যাই। জ্বর-মাথা ব্যথায় চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসাও করাই, কিন্তু মানসিক সমস্যা নিয়ে আমরা এখনও সে ভাবে আলোচনা করতে চাই না। সমাজকে কী ভাবে মানসিক সমস্যার কথা বলব, তা ভেবে পাই না। এমনটাই মত, সঞ্জয় বুধিয়ার।

Advertisement