শুরু হয়ে গিয়েছে সাহিত্য আজতক। সাহিত্য থেকে রাজনীতি সব বিষয় নিয়ে ধুন্ধুমার আলোচনা হবে দুদিন ধরে। প্রথমদিনেই মঞ্চ মাতালেন ঊষা উত্থুপ। সঙ্গে মঞ্চে টেনে আনেন বলিউড স্টার জিৎ-কে। নিজে গেয়ে উঠলেন জামাল কুদু গান। আর সেই গানে নাচলেন জিৎ। দেখুন সেই ভিডিও।