আগে তিনি ছিলেন বামপন্থী। একটা সময় মন দিয়ে বাম রাজনীতি করতেন। তবে এখন তিনি মোদীর অনুরাগী। সাহিত্য আজতকের মঞ্চে অভিনেতা পীযূষ মিশ্রের মিলিয়ে দিলেন জ্যোতি বসু ও নরেন্দ্র মোদীকে। তাঁর মুখে শোনা গেল,'সত্তর দশকের পর দুজন নেতা দেখেছি। একজন জ্যোতি বসু, অন্যজন নরেন্দ্র মোদী।' বলিউডের দাপুটে অভিনেতা পীযূষ মিশ্র। শুধু অভিনেতাই নন, একই সঙ্গে গায়ক গীতিকার, সুরকার, সংলাপ লেখকও। একটা সময় বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু মোহভঙ্গ হয়েছে পীযূষের। সে কথা স্বীকার করেছিলেন আগেই। সত্যিই কি তাঁর মনে হয় বামপন্থা অনুসরণ করে ভুল করেছেন? জবাবে পীযূষ বললেন,'ভুল কিছু হয়নি। অনেক কাজও করেছি। সেই কাজগুলি প্রকাশ্যে আসেনি। নয়ের দশকে বহু গান লিখেছিলাম। ২০১০ সালে এই গানগুলি বাইরে আনার সাহস হয়েছিল। বামপন্থী ছিলাম। এরা খুবই বদমাশ। আমার রক্ত চুষে নিয়েছিল।'