শিলিগুড়ির মাটিগাড়ায় একটি শপিংমলে এবছর ম্যাঙ্গো ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। সেখানে ঘাঁটি গেড়েছে বিশ্বের প্রায় ২৫০ প্রজাতির আম। তবে তাদের নেতৃত্বে রয়েছে বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে দামি আম, জাপানি বংশোদ্ভূত ‘মিয়াজাকি’। বিক্রেতা সৈকত হুসেনের বক্তব্য অনুযায়ী প্রতি পিস আম ২০০০ টাকা হিসেবে বিক্রি হচ্ছে এখানে। তবে সংবাদসংস্থা ANI-এর মতে আন্তর্জাতিক বাজারে এই আমের প্রতি কেজির দাম প্রায় ২.৫ লক্ষ টাকা । রঙ ও দামের জন্য মানুষ এই আমের দিকেই ঝুঁকছেন। আম না কিনলেও কৌতূহলের জন্য অনেকেই যাচ্ছেন এই স্টলে।
World's Most Expensive Mango Miyazaki In Siliguri Mango Festival