scorecardresearch
 
Advertisement
খেলা

IND vs ENG : চেন্নাইয়ে একদিনে ১৫ উইকেটের পতন, অশ্বিন একাই নিলেন পাঁচটি

ভারত ইংল্যান্ড টেস্ট
  • 1/9

দ্বিতীয় দিনের একেবারে শেষে ১৪ রানে আউট হলেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শুভমান গিল। এটা যদি বাদ দেওয়া যায়, তাহলে আজ গোটা দ্বিতীয় দিন জুড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটাররাই কার্যত চেন্নাই শাসন করলেন। আজ মাঠে উপস্থিত দর্শকেরা একদিন ১৫ উইকেট পতনের সাক্ষী থাকল। গোটা ইনিংস জুড়েই রাজত্ব চালালেন ভারতের স্পিনাররা। আর এই উইকেট থেকেও তেমনই সুবিধে পাওয়া গেছে।

ভারত ইংল্যান্ড টেস্ট
  • 2/9

তবে রোহিত শর্মা আরও একবার নিজের জাত চেনাচ্ছেন। প্রথম ইনিংসে তিনি (১৬১) যেখানে শেষ করেছিলেন, আজ যেন সেখান থেকেই আবার তিনি শুরু করলেন। বাকি ক্রিকেটাররা যখন স্পিনের বিরুদ্ধে ভয়ে রীতিমতো কাঁপছে, সেখানে রোহিত শর্মা অবলীলায় ব্য়াট করে যাচ্ছেন। আজ দ্বিতীয় ইনিংসে দিনের শেষে তিনি ২৫ রানে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন চেতেশ্বর পূজারা (৭)। দ্বিতীয় দিনের শেষে এক উইকেট হারিয়ে ৫৪ রান করেছে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের থেকে তারা আপাতত ২৪৯ রানে এগিয়ে রয়েছে।

ভারত ইংল্যান্ড টেস্ট
  • 3/9

চিপক রবিচন্দ্রন অশ্বিনের ঘরের মাঠ। সেই মাঠেই তিনি দিনের শেষে তারকার সম্মান পেলেন। এই নিয়ে টেস্ট কেরিয়ারে ২৯বার অশ্বিন কোনও ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন। তাঁর ভয়েই আপাতত কাঁপছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড ভারতের সামনে ৫৭৮ রানের লক্ষ্যমাত্রা খাড়া করেছিল। কিন্তু, স্পিন জুজুর সামনে পড়তেই তারা একেবারে কুপোকাত হয়ে যায়। আজ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড মাত্র ১৩৪ রানেই অলআউট হয়ে যায়। একমাত্র ব্রিটিশ উইকেটরক্ষক বেন ফোকস ছাড়া আর কাউকেই সেইভাবে ভারতীয় স্পিনারদের সামনে সেভাবে সহজ ব্যাটিং করতে দেখা যায়নি।

Advertisement
ভারত ইংল্যান্ড টেস্ট
  • 4/9

ইংল্যান্ডের অধিনায়ক তথা অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান জো রুট চলে যাওয়ার পর মাত্র ৫৯.৫ ওভার ব্যাট করতে পারে ইংল্যান্ড ক্রিকেট দল। রুট আজ মাত্র ৬ রানেই আউট হয়ে যান। টেস্ট ক্রিকেটে অক্সর প্যাটেলের প্রথম শিকার হন রুট। এই প্রথমবার চলতি সিরিজ়ে ভুল সুইপ শট খেলতে গেলেন ইংল্যান্ড অধিনায়ক। তিনটে পরপর শতরান করার পর রুট আজ যখন তাড়াতাড়ি ফিরে গেলেন, সেই প্রভাবটাও দলের উপরে পড়ল। এশিয়ার উপমহাদেশীয় উইকেটে রুটের শেষ তিনটে টেস্ট ম্যাচে একটা ডাবল সেঞ্চুরিও রয়েছে।

ভারত ইংল্যান্ড টেস্ট
  • 5/9

গতকাল ৬ উইকেট হারিয়ে ৩০০ রান তুলেছিল ভারতীয় ক্রিকেট দল। আজ তারা সেখান থেকেই শুরু করে। কিন্তু, সকালের একঘণ্টার মধ্যেই ভারত অলআউট হয়ে যায়। উইকেটে একমাত্র অপরাজিত ছিলেন ঋষভ পান্থ। ইংল্যান্ডে স্পিন আক্রমণকে ঠেঙিয়ে ঠেঙিয়ে তিনি চিপকের স্ট্যান্ডে পাঠাচ্ছিলেন। আজ সকালে ভারত মাত্র ২৯ রান যোগ করতে পেরেছে। অর্থাৎ ৩২৯ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস।

ভারত ইংল্যান্ড টেস্ট
  • 6/9

ব্যাটিংয়ের পাশাপাশি ভারতীয় বোলাররাও আজ যথেষ্ট ভালো পারফর্ম করেন। নতুন বল হাতে পেয়েই দ্বিতীয় ওভারে রোরি বার্নসের উইকেট তুলে নেন ইশান্ত শর্মা। বার্নস আজ রানের খাতা খুলতে পারেননি।

ভারত ইংল্যান্ড টেস্ট
  • 7/9

এরপর আক্রমণে আসেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ইংল্যান্ডের ব্যাটিং ব্রিগেডের উপরে কার্যত হামলা চালালেন। তবে লাইন এবং লেংথ ধরে রেখে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন অক্সর প্যাটেল। ডম সিবলের উইকেট তুলে নেন অশ্বিন এবং রুটকে অক্সর। ১১ ওভারের মধ্যে মাত্র ২২ রানেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড। লাঞ্চ ব্রেকের একটু আগে ড্যানিয়েল লরেন্সের উইকেটটা শিকার করেন অশ্বিন। এটা তাঁর দ্বিতীয় উইকেট ছিল।

Advertisement
ভারত ইংল্যান্ড টেস্ট
  • 8/9

এরপর দিনের দ্বিতীয় সেশনে ইংল্যান্ড কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু, দলের অলরাউন্ডার বেন স্টোকসের উইকেটটা অশ্বিন তুলে নিতেই দলটা একেবারে দিকভ্রষ্ট জাহাজের মতো হয়ে পড়ে। দলের উইকেটকিপার-ব্যাটসম্যান বেন ফোকস এবং অলি পোপ  আরও ৩৫ রান স্কোরবোর্ডে যোগ করেন। এরপরই বিরাট কোহলি বল তুলে দেন মহম্মদ সিরাজের হাতে। সিরাজ প্রথম বলেই দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে প্রথম উইকেট নেন। তাঁর হাতে শিকার হন পোপ। এক্ষেত্রে ঋষভ পান্থের অসাধারণ ক্যাচটার কথা আলাদা করতে বলতেই হবে।

ভারত ইংল্যান্ড টেস্ট
  • 9/9

শেষপর্যন্ত লড়াই চালালেন ফোকস। ৪২ রানে তিনি অপরাজিত থাকেন। তবে অশ্বিন, অক্সর এবং ইশান্ত দলের লোয়ার অর্ডারকে আর দাঁড়াতে দেননি। ইংল্যান্ড কোনওক্রমে ১৩৪ রান তোলে। আর সেইসঙ্গে অল্পের জন্য বাঁচিয়ে নেয় ফলোঅন। তবে এই জায়গা থেকে টেস্ট ম্যাচের মোড় নিজেদের দিকে ঘোরাতে ইংল্যান্ডকে আপাতত কোনও ম্য়াজিকের দিকেই তাকিয়ে থাকতে হবে। সেইসব অঙ্কে আপাতত না গিয়ে কীভাবে ম্যাচটা ড্র করবে, এটাই তাঁরা এখন ভাবছে।

Advertisement