scorecardresearch
 
Advertisement
খেলা

Eden Gardens: বিশ্বকাপের আগে ইডেন যেন 'স্বর্গ', কেমন সাজছে? PHOTOS

নতুন ভাবে সেজে উঠছে ক্রিকেটের নন্দনকানন। গত কয়েকবছর ধরেই সিএবির ক্লাব হাউজ চত্বর এবং ইডেনের মাঠ গ্যালারির পরিবর্তন করার পরিকল্পনা করা হচ্ছিল।
  • 1/10

নতুন ভাবে সেজে উঠছে ক্রিকেটের নন্দনকানন। গত কয়েকবছর ধরেই সিএবির ক্লাব হাউজ চত্বর এবং ইডেনের মাঠ গ্যালারির পরিবর্তন করার পরিকল্পনা করা হচ্ছিল। 
 

এর আগে ইডেনের ইন্ডোরকে দারুণ করে সাজিয়েছে সিএবি। আর এবার গোটা ইডেনকেই বদলে দিচ্ছেন সিএবি কর্তারা।
  • 2/10

এর আগে ইডেনের ইন্ডোরকে দারুণ করে সাজিয়েছে সিএবি। আর এবার গোটা ইডেনকেই বদলে দিচ্ছেন সিএবি কর্তারা। 
 

সেইমত রূপরেখাও সাজান হচ্ছিল।  এবার সেই পরিকল্পনার বাস্তবায়ন হতে চলেছে।  যা ঐতিহ্যশালী ইডেনে নিয়ে আসবে  আধুনিকতার ছোঁয়া। মাত্র এক বছরের মধ্যেই কাজ শেষ করার টার্গেট নিয়েছে সিএবি।
  • 3/10

সেইমত রূপরেখাও সাজান হচ্ছিল।  এবার সেই পরিকল্পনার বাস্তবায়ন হতে চলেছে।  যা ঐতিহ্যশালী ইডেনে নিয়ে আসবে  আধুনিকতার ছোঁয়া। মাত্র এক বছরের মধ্যেই কাজ শেষ করার টার্গেট নিয়েছে সিএবি।
 

Advertisement
 আগামী বছর বিশ্বকাপের আগে নবরূপে পাওয়া যাবে ইডেন গার্ডেন্সকে। ইতিমধ্যেই সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। ক্লাব হাউস, প্রেস বক্স, কনফারেন্স রুম, ড্রেসিংরুম থেকে ক্লাব হাউসের পুরো ভোল বদলে যাবে।
  • 4/10

আগামী বছর বিশ্বকাপের আগে নবরূপে পাওয়া যাবে ইডেন গার্ডেন্সকে। ইতিমধ্যেই সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। ক্লাব হাউস, প্রেস বক্স, কনফারেন্স রুম, ড্রেসিংরুম থেকে ক্লাব হাউসের পুরো ভোল বদলে যাবে। 
 

কেমন দেখতে হবে ইডেনকে? তারই নকশা, অনুমোদন করল এপেক্স কাউন্সিল।
  • 5/10

কেমন দেখতে হবে ইডেনকে? তারই নকশা, অনুমোদন করল এপেক্স কাউন্সিল। 
 

শুধু এটুকুই নয় ইডেনে ফ্লাড লাইটে এবার এলইডি লাইট লাগান হবে।
  • 6/10

শুধু এটুকুই নয় ইডেনে ফ্লাড লাইটে এবার এলইডি লাইট লাগান হবে।
 

গ্যালারির বর্তমান আসন সংখ্যা সাতষট্টি হাজার থেকে বাড়িয়ে একলক্ষ করা হবে।  গ্যালারিতে থাকবে আধুনিক আলোকসজ্জা যা বাজনার তালে তালে পরিবর্তন হবে।
  • 7/10

গ্যালারির বর্তমান আসন সংখ্যা সাতষট্টি হাজার থেকে বাড়িয়ে এক লক্ষ করা হবে। গ্যালারিতে থাকবে আধুনিক আলোকসজ্জা যা বাজনার তালে তালে পরিবর্তিত হবে। 
 

Advertisement
ক্লাব হাউজের অন্দর সজ্জায় ভারতীয় ক্রিকেটের বিভিন্ন ঐতিহাসিক  মুহূর্তের ছবি স্থান পাবে।  কপিলদেবের নেতৃত্বে ভারতের প্রথম বিশ্বকাপ জয়, ধোনির হাতে বিশ্বকাপ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট জীবনের স্মরনীয় মুহূর্ত ছাড়াও ইডেনে ঘটে যাওয়া ক্রিকেটের স্বর্ণালী মুহূর্তে
  • 8/10

ক্লাব হাউজের অন্দর সজ্জায় ভারতীয় ক্রিকেটের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের ছবি স্থান পাবে। কপিলদেবের নেতৃত্বে ভারতের প্রথম বিশ্বকাপ জয়, ধোনির হাতে বিশ্বকাপ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট জীবনের নানা স্মরনীয় মুহূর্ত ছাড়াও ইডেনে ঘটে যাওয়া ক্রিকেটের নানা মুহূর্তের ছবি থাকবে অন্দর সজ্জায়। 
 

যা দেখে মনে হতেই পারে চেনা ইডেন নয় ময়দানের কোনও মনকাড়া ক্রিকেট স্থাপত্যের সামনে চলে এসেছেন।
  • 9/10

যা দেখে মনে হতেই পারে চেনা ইডেন নয় ময়দানের কোনও মনকাড়া ক্রিকেট স্থাপত্যের সামনে চলে এসেছেন।
 

অ্যাপেক্স কমিটিতে নয়া ইডেনের রূপরেখা সবুজ সংকেত পাওয়ার সঙ্গেই নতুনের পথে পা বাড়ালো রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থার সদর দপ্তর।
  • 10/10

অ্যাপেক্স কমিটিতে নয়া ইডেনের রূপরেখা সবুজ সংকেত পাওয়ার সঙ্গেই নতুনের পথে পা বাড়ালো রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থার সদর দপ্তর।
 

Advertisement