ইংল্যান্ডের বিরুদ্ধে আজ দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছে। টসে জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়।
দিনের শেষে ৬ উইকেটে ৩০০ রানের চৌকাঠ স্পর্শ করেছে ভারতীয় ক্রিকেট দল। আজ ১৬১ রান করেছেন রোহিত শর্মা। অন্যদিকে তাঁকে যোগ্য সঙ্গত দেন অজিঙ্কা রাহানে। তিনি ৬৭ রান করেন। আর এই দুই ভারতীয় ব্যাটসম্যানের পারফরম্যান্সের দৌলতে ইংল্যান্ডের বোলাররা কার্যত কোনঠাসা হয়ে পড়েছে।
চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আয়োজিত ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে শতরান করলেন রোহিত শর্মা। ব্রিটিশ ব্রিগেডের বিরুদ্ধে এটা তাঁর প্রথম শতরান হলেও টেস্ট কেরিয়ারে সাত নম্বর শতরানটা তিনি করে ফেললেন। তবে এই প্রত্যেকটা শতরানই তিনি দেশের মাটিতে করেছেন। দেখে মনে হচ্ছিল, আজ তিনি অনায়াসেই দ্বিশতরান করে ফেলবেন। কিন্তু, ৭২.৬ ওভারে জ্যাক লিচের বলে মইন আলির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রোহিত শর্মা (১৬১)।
আজ রোহিত মোট ২৩১ বল খেলেছেন। তিনি ১৮টি বাউন্ডারি এবং জোড়া ছক্কা হাঁকিয়েছেন। পাশাপাশি রোহিতই প্রথম ক্রিকেটার যিনি দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন।
আপাতত চারটে দেশের বিরুদ্ধে তিনটে ফরম্যাটেই শতরান করেছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ়, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড। এমন রেকর্ড আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই। কেউ দুটোর বেশি দেশের বিরুদ্ধে তিনটে ফরম্যাটে শতরান করতে পারেননি।
বিরাট কোহলিকে আজ ০ রানে আউট করলেন মইন আলি। এই নিয়ে টেস্ট ক্রিকেটে ১১বার তিনি ০ রানে আউট হলেন। বিরাটের দিকে একটা ফ্লাইট ডেলিভারি করেছিলেন মইন। সেই বলে ড্রাইভ করতে যান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। বল উইকেটের একটি বিশেষ জায়গায় পড়ে তীক্ষ্ণভাবে ঘুরে ভিতরের দিকে আসে এবং স্টাম্প নড়িয়ে দেয়।
Kohli goes for a duck 👀 #INDvsENG pic.twitter.com/B5DePXQSwz
— AmirCXN (@cxn_amir) February 13, 2021
তবে দিনের অন্তিম সেশনে কিছুটা হলেও লড়াই চালালো ইংল্যান্ড। রোহিত এবং রাহানে ফিরে যাওয়ার পর রবিচন্দ্রন অশ্বিনকে ১৩ রানে ফেরালেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।