ইংল্যান্ডের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক ইয়ন মরগ্যান বৃহস্পতিবার বললেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্রিকেট দলগুলোর মধ্যে একটা হল ভারতীয় ক্রিকেট দল। ভারতের মাটিতে এদের হারানো যথেষ্ট কঠিন। সেইসঙ্গে তিনি এও জানিয়েছেন যে ভারতের সঙ্গে এই পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ় খেললেই বোঝা যাবে যে আগামী টি-২০ বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দল কতটা প্রস্তুত।
প্রথম টি-২০ ম্যাচের আগের সন্ধ্যায় মরগ্যান বললেন, "এটা আমাদের নিজেদের পারফরম্যান্স বিচার করার সবথেকে ভালো সুযোগ। কারণ টি-২০ বিশ্বকাপ শুরু হতে হাতে আর মাত্র মাস সাতেক সময় বাকি রয়েছে। ক্রিকেট বিশ্বের সর্বশ্রেষ্ঠ দলগুলোর মধ্যে ভারত একটা। এখানে ওদের হারানো বেশ মুশকিল।"
মরগ্যান আরও যোগ করেন, ইংল্যান্ড দলের প্রত্যেকটা ক্রিকেটারই আপাতত ফিট এবং জোফ্রা আর্চারও আজ চোট সারিয়ে খেলতে নামবেন।
তিনি বললেন, "প্রত্যেকেই যথেষ্ট ফিট। আর জোফ্রাও আজ প্রথম একাদশের জন্য একেবারে ফিট।" তবে তাঁকে দলে নেওয়া হবে কি না, সেই ব্যাপারে মরগ্যান মুখ খুলতে চাননি। তিনি বললেন, "এটা আমি আপনাদের বলব না।"
এছাড়া তিনি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বললেন যে আইপিএল ক্রিকেটের কারণে ইংল্যান্ডের যথেষ্ট সুবিধে হয়েছে। তাঁর কথায়, "আমরা আইপিএল থেকে অনেকটাই সুবিধে পেয়েছি। এজন্য আমরা কৃতজ্ঞ। ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট খেলার কারণে আমাদের অনেকটাই সুবিধে হয়েছে।"
ম্যাচের আগের সন্ধ্যায় মরগ্যান বললেন, "টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। আমরা বিশ্বের সবথেকে বড় টি-২০ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছি। এই টুর্নামেন্টেক অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস দুটোই আমাদের দলের মধ্যে রয়েছে।"