ইংল্যান্ডের বিরুদ্ধে আজ তৃতীয় টি-২০ ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের এই টি-২০ সিরিজ়ে আর বাকি রয়েছে তিনটে ম্যাচ। এই শেষের তিনটে ম্যাচে দর্শকেরা আর মাঠে প্রবেশ করতে পারবেন না। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের মতে, সম্প্রতি গোটা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে সেটা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ধনরাজ নাথওয়ানি বললেন, "আগামী ১৬, ১৮ এবং ২০ মার্চ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত টি-২০ ম্যাচে দর্শকদের পরিবর্তে খালি স্টেডিয়ামে ম্যাচের আয়োজন করা হবে। যাঁরা এই ম্যাচগুলোর টিকিট কেটেছেন, তাঁদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।" তৃতীয় টি-২০ ম্যাচ আয়োজনের ঠিক একদিন আগে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু, কতদিন পর সেই টাকা ফেরত দেওয়া হবে, সেই ব্যাপারে কিছুই জানানো হয়নি।
রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে যাওয়ার কারণে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচটি খালি স্টেডিয়ামে আয়োজন করা হবে। নির্দিষ্ট নিয়ম মেনেই দর্শকদের টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।