scorecardresearch
 
Advertisement
খেলা

"স্টোকস আমাকে গালাগালি দিচ্ছিল", ম্যাচের পর স্পষ্ট জানালেন সিরাজ

বেন স্টোকস
  • 1/6

চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শেষ হয়ে গেল। দিনের শেষে ভারত যে চালকের আসনে বসে রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। মাত্র ২০৫ রানের মধ্যেই আউট হয়ে যায় গোটা ইংল্যান্ড শিবির। তবে ম্যাচের মধ্যে একটা অনভিপ্রেত ঘটনার সাক্ষী থাকল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

বেন স্টোকস
  • 2/6

আমেদাবাদে প্রথম দিনের প্রথম সেশনেই পরপর তিনটে উইকেট পড়ে যাওয়ায় সাময়িক অস্বস্তিতে পড়েছিল ব্রিটিশ ব্রিগেড। শুরুতেই ইংল্যান্ড দলের দুই ওপেনারকে হারানোর পর মহম্মদ সিরাজের বলে lbw আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান দলের অধিনায়ক জো রুটও।

বেন স্টোকস
  • 3/6

কিন্তু কী হয়েছিল আসল ঘটনাটা? ম্য়াচের পর সেই ব্যাপারেই খোলসা করে জানালেন মহম্মদ সিরাজ। তিনি বললেন, "বেন স্টোকস আমাকে গালাগালি দিচ্ছিল, সেটাই আমি বিরাট ভাইকে বলি। তারপর বাকিটা বিরাট ভাই সামলে নেয়।"

Advertisement
বেন স্টোকস
  • 4/6

এরপরই ইংল্যান্ড ক্রিকেট দলের উপরে চাপ ক্রমশ বাড়তে থাকে। আর স্পষ্টত এই চাপের কারণে বেন স্টোকস এবং মহম্মদ সিরজের মধ্য়ে উত্তপ্ত বাক্য বিনিময় হতে শুরু করে। অবশেষে সিরাজের পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

বেন স্টোকস
  • 5/6

তখন সবেমাত্র আউট হয়ে ফিরেছেন জো রুট। এমন সময় আগুনঝরা গতিতে একটা বাউন্সার দিলেন সিরাজ। বলটা ঠিক করে ব্যাটে লাগাতে পারলেন না বেন স্টোকস। তিনি এগিয়ে এসে ভারতের তরুণ পেসারকে কিছু একটা বললেন। দেখতে না দেখতেই সিরাজের পাশে এসে দাঁড়ালেন বিরাট কোহলি। তাঁকে হামেশাই দলের ক্রিকেটারদের পাশে দাঁড়াতে দেখা যায়। এরপর দুজনের মধ্যে কথার পারদ চড়তে থাকে। অবশেষে অন ফিল্ড আম্পায়ার এসে ব্যাপারটা মধ্যস্থতা করেন। দুই ক্রিকেটারকে আলাদা করে দেওয়া হয়।

বেন স্টোকস
  • 6/6

ইতিপূর্বে অস্ট্রেলিয়া সফরের তৃতীয় টেস্ট ম্যাচ অর্থাৎ সিডনি টেস্টে বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন মহম্মদ সিরাজ। দর্শকাসন থেকে উড়ে এসেছিল সিরাজ সম্পর্কে বিভিন্ন কটূ মন্তব্য। সেইসময় সিরাজ ব্যাপারটা অধিনায়ক অজিঙ্কা রাহানেকে জানিয়েছিলেন। রাহানে আবার জানান আম্পায়ারকে। অবশেষে ওই দর্শকদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল।

Advertisement