নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে বিরাট লজ্জার সম্মুখিন ভারতীয় দল। বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে ৪৬ রানে অলআউট টিম ইন্ডিয়া।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। যা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। এই সিদ্ধান্ত কি ঠিক ছিল? এমনটা না করলে লজ্জার মুখে পড়তে হত না ভারতের।
টিম ইন্ডিয়ার পাঁচ ব্যাটার আউট হন ০ রানেই। ফলে বিরাট চাপে পড়ে যায় ভারতের গর্বের ব্যাটিং লাইনআপ। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত।
রান পাননি ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। মাত্র ২ রান করে আউট হন তিনি। ভারতীয় দলের কাছে এটা বিরাট ধাক্কা ছিল।
রান পাননি বিরাট কোহলি। তিনিও ০ রানেই প্যাভেলিয়ানে ফেরেন। ৯ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল।
১৩ রান করে আউট হয়ে যান ভারতের আরও এক ওপেনার জয়সওয়ালও। পরপর উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যেতে থাকে ভারতীয় দল।
রান করতে পারেননি সরফরাজ খানও। দলীপ ট্রফিতে ভাল ছন্দে থাকায় তাঁকে দলে নেওয়া হয়েছিল। তবে তিনি কাজের কাজ করতে পারলেন না।
কেএল রাহুলও রান পাননি। ০ রান করা পাঁচ ব্যাটারের মধ্যে তিনিও অন্যতম। পরপর উইকেট হারানোর পর ভারতীয় দল আশা করেছিল রান কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাবেন রাহুল। তবে শেষ অবধি তা হয়নি।