ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন চতুর্থ টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে বড় ইনিংস অপেক্ষা করছেন দেশের ক্রিকেট সমর্থকেরা। আগামী ৪ মার্চ থেকে আমেদাবাদে চার ম্যাচের টেস্ট সিরিজ়ের অন্তিম টেস্ট ম্যাচটা খেলা হবে। তবে এর আগেই বিরাট কোহলি ইনস্টাগ্রামে একটা বিশেষ কৃতিত্ব অর্জন করলেন। ইনস্টাগ্রামে কোহলির ফলোয়ার সংখ্যা ১০০ মিলিয়ন (১০ কোটি) ছাড়িয়ে গেছে। এমন কৃতিত্ব অর্জন করা বিশ্বের প্রথম ক্রিকেটার তথা চতুর্থ খেলোয়াড় হলেন বিরাট কোহলি।
এশিয়া-প্রশান্ত অঞ্চলে এমন কৃতিত্ব অর্জন করা প্রথম ব্যক্তি হলেন বিরাট কোহলি। ইতিপূর্বে এই তালিকায় যে সকল খেলোয়াড়েরা নাম লিখিয়েছেন, তাঁরা প্রত্যেকেই ফুটবল জগৎ থেকে উঠে এসেছেন। তাঁরা হলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (২৬.৬ কোটি), আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক তথা বার্সেলোনার অভিজ্ঞ ফুটবলার লিওনেল মেসি (১৮.৬ কোটি) এবং ব্রাজ়িলের নেইমার (১৪.৭ কোটি)। এরা প্রত্যেকেই কোহলির থেকে অনেকটা এগিয়ে রয়েছেন। ইনস্টাগ্রামে সবথেকে জনপ্রিয় খেলোয়াড়দের তালিকায় বিরাট কোহলি চতুর্থ স্থানে রয়েছেন।
Virat Kohli - the first cricket star to hit 100 million followers on Instagram 🎉 pic.twitter.com/HI1hTSbo8M
— ICC (@ICC) March 1, 2021
এশিয়া মহাদেশের স্বনামধন্য ব্যক্তিত্বদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখনও ৬ কোটিতে দাঁড়িয়ে রয়েছেন। এছাড়া শ্রদ্ধা কাপুর রয়েছেন ৫.৮ কোটিতে।
ইনস্টাগ্রামে আপাতত যদি কারোর সবথেকে বেশি ফলোয়ার থাকে, তাহলে সেটা অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর পর রয়েছেন বিশ্ববিখ্যাত গায়িকা এরিয়ানা গ্রান্ডে (২২.৪ কোটি)। সেইসঙ্গে ২২ কোটি ইনস্টাগ্রাম ফলোয়ার্স নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন WWE তারকা ডোয়েন জনসন।