সচিন-পন্টিংয়ের রেকর্ড ভেঙে এবার এক নম্বরে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে নজির গড়লেন বিরাট। দ্রুততম ১২ হাজার রান সারলেন বিরাট। এই ম্যাচে নামার আগে মাত্র ২৩ রান বাকি ছিল বিরাটের এই নজির গড়তে। অবশেষে রেকর্ড বুকে ফের এবার ক্যাপ্টেন কোহলি।
সচিন তেন্ডুলকর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ ম্যাচে ১২০০০ রান করেছিলেন। তবে বিরাটের সেই রান করতে মাত্র লাগলো ২৪২ ম্যাচ। সচিনের তুলনায় ৫৮টি কম একদিনের ম্যাচ খেলেই এই রেকর্ড করে ফেললেন বিরাট।
শুধু সচিন তেন্ডুলকরই নন। এবার বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান ও অধিনায়ক রিকি পন্টিংয়েরও রেকর্ড ভেঙেছেন। কারণ তেন্ডুলকরের পরেই এই রেকর্ডের খাতায় ছিলেন পন্টিং। তবে সেই সব এখন অতীত। দ্রুততম ১২ হাজারিতে এখন বিরাট।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই সিরিজ হেরে গিয়েছে ভারত। ৩ ম্যাচের সিরিজে, ২টিতেই হেরেছে ভারতীয় দল। তৃতীয় একদিনের ম্যাচে চলছে লড়াই। তবে এরই মাঝে রেকর্ড গড়ে ফেলেছেন বিরাট।
বিরাটের কিছু রেকর্ড
১০০০ রান মাত্র ২৪ ইনিংসে। ২০০০ রান ৫৩ ইনিংসে। ৫০০০ রান ১১৪ ইনিংসে। ৮০০০ রান মাত্র ১৭৫ ইনিংসে, সব থেকে দ্রুততম। ১০০০০ রান মাত্র ২০৫ ইনিংসে, সব থেকে তাড়াতাড়ি। একই সঙ্গে ১২০০০ রান মাত্র ২৪২ ইনিংসে।