এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ খেলতে আসছে ঢাকা আবাহনী। তবে সেই দলের বিরুদ্ধেই এবার অভিযোগ আনতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। ঢাকা আবাহনী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, সবুজ-মেরুনের বিরুদ্ধে আট বিদেশি নিয়ে আসতে চলেছে তারা।
কেন অভিযোগ করছে মোহনবাগান?
আট বিদেশি নিয়ে আসা নিয়ে কোনও সমস্যা নেই। সমস্যা বেধেছে অন্য জায়গায়। ঢাকার দলের তিন বিদেশি ফুটবলারের সঙ্গে নাকি এক মাসের লোন চুক্তি হয়েছে। এএফসি নিয়ম অনুসারে লোনে ফুটবলার নেওয়া যেতেই পারে। কিন্তু সেই লোন এক বছর বা তার বেশি হতে হবে। এক্ষেত্রে তা হয়নি। এমনটাই দাবি সবুজ-মেরুন কর্তাদের। অর্থাৎ খেপের মাঠের ফুটবলারদের দিয়ে এএফসি কাপে খেলানো হচ্ছে বলে দাবি তাদের। তিন ফুটবলার যাদের নিয়ে অভিযোগ তারা হলেন, ব্রাজিলিয়ান ফুটবলার দানিলো উইপাপা, অরনিলা স্টেওয়ার্ড ও নাইজেরিয়ার ওজোকো। এই তিন ফুটবলারের দলে থাকা নিয়েই অভিযোগ।
এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে প্রথম ম্যাচে জয় পেয়েছে মোহনবাগান। নেপালের মাছিন্দ্রা এফসি কে হারায় তারা। এবার দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনীর বিরুদ্ধে খেলবে তারা। ২২ আগস্ট কলকাতায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ডুরান্ড কাপের ডার্বিতে হারের পর ঘুরে দাঁড়িয়েছে সবুজ-মেরুন। গোল পেয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার ফুটবলার জেসন কামিন্স। দুটি গোল করে এএফসি কাপের প্রথম ম্যাচের নায়ক আনোয়ার আলি। ১টা গোল ফ্রিকিক থেকে খেতে হলেও জিততে সমস্যা হয়নি মোহনবাগানের।
পাশপাশি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেও জায়গা প্রায় পাকা করে ফেলেছে মোহনবাগান। যদিও কাদের বিরিদ্ধে কাদের ম্যাচ হবে, লটারি করে তা নির্ধারণ করা হবে। যা অভিনব। লটারিতে যদি ফের ডার্বি হয়, তা হলেও অবাক হওয়ার কিছু নেই। ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হতে পারে। তাহলে ফের উন্মাদনা তৈরি হবে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট নিয়ে। মাঠ ভরবে। লক্ষীলাভ হবে ডুরাণ্ড আয়োজক কমিটির। পরপর দুটো গুরুত্বপূর্ন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ইস্টবেঙ্গল দল। কাপ জেতার থেকে মাত্র তিন ধাপ দূরে লাল-হলুদ। যেকোনও চ্যালেঞ্জ নিতে তৈরি ইস্টবেঙ্গল ফুটবলাররা।