scorecardresearch
 

AFC Cup Mohun Bagan: ইরানে মোহনবাগান খেলতে যাবে? হিজবুল্লাহ প্রধান নিহত হওয়ায় ট্রাক্টর ম্যাচে অনিশ্চিয়তা

ফুটবলারদের ভিসা নিয়ে জটিলতা ছিলই। পাশাপাশি এবার ইরানের অস্থির পরিস্থিতির জেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ ঘিরে সমস্যা। ২ অক্টোবর মোহনবাগান সুপার জায়েন্টের ম্যাচ খেলার কথা ট্রাক্টর এফসি-র। ইজরায়েলি হানায় হিজবুল্লাহ প্রধান নিহত হওয়ায় । ৫ দিনের শোক জারি করা হয়েছে ইরানে। এই অবস্থায় সে দেশে মোহনবাগানের খেলতে যাওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

Advertisement
মোহনবাগান মোহনবাগান

ফুটবলারদের ভিসা নিয়ে জটিলতা ছিলই। পাশাপাশি এবার ইরানের অস্থির পরিস্থিতির জেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ ঘিরে সমস্যা। ২ অক্টোবর মোহনবাগান সুপার জায়েন্টের ম্যাচ খেলার কথা ট্রাক্টর এফসি-র। ইজরায়েলি হানায় হিজবুল্লাহ প্রধান নিহত হওয়ায় । ৫ দিনের শোক জারি করা হয়েছে ইরানে। এই অবস্থায় সে দেশে মোহনবাগানের খেলতে যাওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

ইজরায়েল যুদ্ধের প্রেক্ষিতে ইরানের পরিস্থিতি এখনও অস্থির। এই অবস্থায় সবুজ-মেরুনের অনেক বিদেশি ফুটবলারই ট্রাক্টর ম‌্যাচ খেলতে যেতে চাইছেন না। কারও কারও মনে হচ্ছে, এই সময় ওখানে খেলতে গেলে প্রাণের ঝুঁকি হয়ে যেতে পারে। যদিও এএফসির তরফ থেকে টিমের নিরাপত্তার যাবতীয় দায়িত্ব নেওয়া হয়েছে। কিন্তু তার পরও বিদেশি ফুটবলারদের অনেকে ইরানে যেতে অনিচ্ছুক। যা নিয়ে আবার মোহনবাগানের ভারতীয় ফুটবলারদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের একটা অংশের বক্তব‌্য, যদি নিরাপত্তার কারণে বিদেশি ফুটবলাররা ইরানে যেতে না চান, তাহলে তাঁরাই বা কেন যাবেন? নিরাপত্তার সমস‌্যা হলে শুধু বিদেশিদের হবে আর তাঁদের হবে না, সেটা তো নয়। 

ভারতের বিদেশমন্ত্রক এবং এএফসির সঙ্গে যোগাযোগ রাখছে মোহনবাগান। তাদের তরফ থেকে সবুজ সংকেত মিললেই ইরানে খেলতে যাবে সবুজ-মেরুন। বেঙ্গালুরু থেকে সোজা ইরান যাওয়ার কথা থাকলেও আপাতত কলকাতা ফিরে আসছেন শুভাশিসরা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচে এর আগে ১৮ সেপ্টেম্বর তাজিকিস্তানের এফসি রাভশনের বিরুদ্ধে খেলেছিল। ওই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। আপাতত এএফসি কাপের গ্রুপ-এর পয়েন্ট টেবলের ৩ নম্বরে রয়েছে মোহনবাগান। এ গ্রুপের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে ট্রাক্টর এফসি। ঝুলিতে ইরানের ক্লাবের ৩ পয়েন্ট রয়েছে। আর মোহনবাগানের ১ পয়েন্ট।

এএফসি কাপে মোহনবাগান কতদূর যাবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে ইন্ডিয়ান সুপার লিগে সবুজ-মেরুন শিবির হারের মুখ দেখল। উল্লেখ্য, শনি-রাতে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৩-০ ব্যবধানে হেরেছে মোহনবাগান। এ বারের আইএসএলে আপাতত ৩ ম্যাচ খেলেছেন দিমিত্রিরা। তাতে জয় ১টি, হার ১টি ও ড্র ১টি। পয়েন্ট টেবলের ৬ নম্বরে মোহনবাগান। আর খাতায় পয়েন্ট ৪।

Advertisement

Advertisement